সানিয়া মির্জা-শোয়েবের বিজ্ঞাপন স্যোশাল মিডিয়ায় ভাইরাল


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৭ মার্চ ২০১৬

পাকিস্তানের সাম্প্রতিক একটি টেলিভিশন বিজ্ঞাপনে ভারতের জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জাকে তার স্বামী পাকিস্তানী ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে এক দারুণ ম্যাচ খেলতে দেখা গেছে। এটি টেনিস কিংবা ক্রিকেট খেলা না। আইসিসি টি২০ বিশ্বকাপ উপলক্ষে নেসলে গুঁড়ো দুধের বিজ্ঞাপনে ছোট ছোট বিষয়ে লড়তে দেখা গিয়েছে এই জুটিকে।

সানিয়া যদি ডান বলেন তো শোয়েবের সায় বাঁয়ে। সানিয়া যদি শচীন টেন্ডুলকারের স্ট্রেট ড্রাইভের প্রশংসা করেন তো স্বামী শোয়েবের ভোট শোয়েব আখতারের ইয়র্কারে। সানিয়ার পছন্দ অমৃতসরের লাড্ডু তো শোয়েবের পছন্দ মুলতানের সোন হালুয়া। আরও কত কী। তাবে তাদের ঝগড়া থাদে যখন তারা দু`জনই স্বীকার করে ভারত-পাকিস্তান দু`দেশেই সেরা নেসলের দুধ।

উল্লেখ্য, শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। আর তাতে কিন্তু ভারতকেই সমর্থন করবেন সানিয়া। এশিয়া কাপের আগে শোয়েব জানিয়েছিলেন, সানিয়া ভারতীয় দলকেই সমর্থন করবে। তবে চাইবে স্বামী যেন ভাল খেলে।



এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।