দুষ্টের দৃষ্টি থেকে দূরে থাকবে মিথুন, সঙ্গী খুঁজবে কর্কট
মেষ : আজ কিছুই না বোঝার ভান করে থাকলে উদ্দেশ্য হসিল হবে সহজেই। আপনার হাতের টাকার হদিস ইতোমধ্যে সবাই জেনে গেছে। অর্থকড়ি উপযুক্ত কাজে বিনিয়োগ করে ফেলুন।
বৃষ : পরিবারের ছোট সদস্যটি আপনার অনুগত থাকবে। যে কাউকে আজ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন। মনে প্রাণে আজ কোন ভয়ই থাকবে না। কতদূর পর্যন্ত নিজেকে দেখতে চান তার খসড়া আজকে করে ফেলুন।
মিথুন : কত কিছুই তো ঘটে যায়, সময়ের সাথে নিজেকে টিকিয়ে রাখতে যুদ্ধ করতে হয় আর সে যুদ্ধে আপনি বরাবরই হেরে যান, কিন্তু আজ তার ব্যতিক্রম ঘটবে। দুষ্ট লোকের কু স্বভাব আজ আপনার উপর ভর করলেও করতে পারে।
কর্কট : দুর্যোগ আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু ভঙ্গুর অবস্থার রেশ কেটে যাবে না। হাতে কিছু গোপনীয় নথিপত্র আসবে যা শত্রুপক্ষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। ভ্রমণের জন্য আজ মনটা ব্যাকুল হয়ে উঠবে কিন্তু সঙ্গী খুঁজে পাবেন না।
সিংহ : প্রেমের সম্পর্কে জড়ানোর কথা ভাবছেন? খবরদার! আজ বারণ। কাল দেখা যাক। দীর্ঘদিন যারা বেকার জীবন যাপন করছেন তাদের বলা যাচ্ছে। জীবনের মোড়টা এবার নিজের বুদ্ধিতে ঘোরোতে চেষ্টা করুন।
কন্যা : নিজের পাওনা নিজের কাছে মিটিয়ে দিন। তবে অতিরিক্ত আত্মতৃপ্তিতে ভুগতে থাকা নিষেধ। আজ থেকে থেকেই মনে হবে, অনর্থই সকল অনর্থের মূল।
তুলা : মানুষটা তার বিনয় দিয়ে আপনাকে কিনে নিয়ে তারপর খুব অল্প দামে বেচে দেবে। নিজেকে প্রতারিত মনে হতে পারে কর্মক্ষেত্রেও। এর প্রভাব পড়তে পারে কাছের মানুষের সঙ্গে আপনার আচরণে। সাময়িক অর্থকষ্টে ভুগবেন।
বৃশ্চিক : অনেক সাধের কোন স্থানে বেড়াতে যাওয়াটা আটকে যাবে অর্থের কারণে। তবে সুযোগ ঘুরে আসবে আবার। পরিস্থিতি হবে অনুকূল। ভাবছেন, কাজে কর্মে আজ দেখিয়ে দেবেন? দুর্ভাগ্য নয়, অন্য কোথাও কোন ভুল করে আসার কারণে, স্রেফ পরিণতি হয়ে দাঁড়াতে পারে আপনার আজকের কর্মহীনতা।
ধনু : আপনি যা ভেবে বসে আছে তা শেষতক নাও হতে পারে সেটা কি জানেন? তাহলে বসে আছেন কেন? আপনাকে আজ অভিনব পদ্ধতিতে সবাই চমকে দিবে। আপনি কেমন আছেন সে কথা কাউকে যেমন জানতে দিতে চান না তেমনি অন্যেরা কেমন আছে সে খবর নিতে যাবেন না।
মকর : আপনি কতটা স্পষ্ট চিন্তা করতে পারেন তার একটা পরীক্ষা হয়ে যাবে আজ। আপনি চাইলেও কেউ আপনার কাছ থেকে কিছু নিতে সাহস পাবে না। দিনের একটি ভাগে নিজেকে খুব নিরাপদ মনে হবে।
কুম্ভ : আপনি চাইলেই আজ অবাধ্য হতে পারছেন না। কিছু বন্ধন নতুন তৈরি হবে। পরিবারে আজ খুশি খুশি আমেজ থাকবে। কেউ যেন আজ আপনার দ্বারা ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রাখবেন।
মীন : আজকে ভ্রমণের যাওয়ার পরিকল্পনাটি ভেস্তে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীর সঠিক প্রাপ্যটি বুঝায়ে দিতে সক্ষম হবেন এবং এতে আপনার ভালো লাগবে। নিজেকে দাম্ভিক ভাবাটা ধীরে ধীরে আপনার মুছে যাচ্ছে, এতেই বরং আপনাকে ঝরঝরে দেখাচ্ছে।
এসকেডি/এমএস