মালয়েশিয়ায় দাবদাহ : স্কুল বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০৯:০৩ এএম, ২১ মার্চ ২০১৬

তীব্র দাবদাহের কারণে মালয়েশিয়ার কেদা ও পারলিস প্রদেশের স্কুলগুলো দুইদিন বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সোমবার শিক্ষামন্ত্রী দাতুক সেরি মাদঝির খালিদ এক অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান।
 
শিক্ষামন্ত্রী বলেন, আগামী মঙ্গল ও বুধবার দুই প্রদেশের সব স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা ৩৯ ডিগ্রির বেশি থাকলে পরবর্তী দিনও এই নির্দেশনা কার্যকর থাকবে।
 
মালয়েশিয়ায় বেশ কিছুদিন ধরেই তীব্র দাবদাহ ও শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আগামী মে বা জুন মাসের আগে এই অবস্থার উন্নতি হবে না বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।