২০১১ সালের মাস্টার্সের ফল প্রকাশ


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১১ সালের মাস্টার্স পরীক্ষার ফল  প্রকাশিত হয়েছে।পরীক্ষায় পাশের হার ৯৩ দশমিক ৩৩ শতাংশ।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত ফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় ৩১টি মাস্টার্স বিষয়ে সারাদেশে ১০৩টি কলেজের ১ লাখ ২৬ হাজার ৮২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৮২টি।গত আগস্টে এ পরীক্ষার তৃতীয় এবং নভেম্বরে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শেষ হয়।

যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এ ক্ষেত্রে mf লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালেই ফলাফল জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।