ইংল্যান্ডের কাছে হেরে বিদায় আফগানদের


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৩ মার্চ ২০১৬

দারুণ এক জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল আফগানিস্তান। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডকে আর হারাতে পারলো না তারা। মূলতঃ অভিজ্ঞতার কাছেই হারতে হলো আফগানিস্তানকে। ইংল্যান্ডের কাছে ১৫ রানের ব্যবধানে হেরে গিয়ে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায়ও নিশ্চিত করে নিয়েছে আফগানরা।

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে যেভাবে একের পর এক চমক উপহার দিতে শুরু করেছিল আফগানিস্তান, তাতে করে যুদ্ধ বিধ্বস্ত দেশটির জয়ই ধরে নিয়েছিল সবাই। কিন্তু শেষ মুহূর্তে মঈন আলির দুর্দান্ত ব্যাটিংয়ে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানেই থেমে যায় আফগানদের ইনিংস।

১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। ৪ রানে প্রথম উইকেট। ১২ রানে দ্বিতীয় এবং ১৩ রানে হারায় তৃতীয় উইকেট। নুর আলি জাদরান আর রশিদ খান মিলে ২২ রানের জুটি গড়ে সম্ভাবনা জাগিয়ে তোলেন আফগানদের; কিন্তু মঈন আলির ঘূর্নিতে রশিদ খান আউট হয়ে গেলে সে সম্ভাবনা শেষ হয়ে যায়। মোহাম্মদ নবি ১০ বলে করেন ১২ রান।

২৭ বলে ২২ রান করেন সামিউল্লাহ সেনওয়ারি। একমাত্র শফিকুল্লাহ ছাড়া আর কোন ব্যাটসম্যান ইংলিশদের চ্যালেঞ্জ জানাতে পারেনি। ২০ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন শফিকুল্লাহ। ইংলিশদের হয়ে ডেভিড উইলি এবং আদিল রশিদ নেন ২টি করে উইকেট। এছাড়া ক্রিস জর্দান, মঈন আলি, বেন স্টোকস নেন ১টি করে উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ম্যাচ সেরার পুরস্কার পেলেন মঈন আলি।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।