ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে : ইকবাল সোবহান


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৪ মার্চ ২০১৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, “দেশ স্বাধীনের পরে ফেনীর অনেক সাংবাদিক জাতিকে আলোকিত করার কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে গেছেন। তাদের উত্তরসূরী হিসাবে এ কাজ আমাদেরও চালিয়ে যেতে হবে। সবাইকে ভালো কাজে এগিয়ে আসতে হবে।”

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, যারা পদক প্রাপ্ত হন, পুরস্কৃত হন, তারা নিজের কথা ভেবে কিছু করেন না। দেশে ও রাষ্ট্রের কথা চিন্তা করেই কাজ করে যান। আর রাষ্ট্র তাদের স্বীকৃতি হিসাবে পুরস্কৃত করে।

অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক বিচারপতি কাজী এবাদুল হক তার প্রতিক্রিয়ায় বলেন, ফেনীর মানুষের মধ্যে এখনও সহমর্মিতা রয়েছে। যারা ভালো অবস্থানে আছেন তাদের উচিৎ পিছিয়ে পড়া ফেনীবাসীসহ অন্যান্যদের উন্নয়নে এগিয়ে আসা।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক সাবেক বিচারপতি কাজী এবাদুল হক, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী ও ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মীর আহম্মেদ মীরুকে সংবর্ধনা দেয়া হয়।

এম আব্দুল্লাহ প্রয়াত বিশিষ্ট সাংবাদিকদের নামে সাংবাদিক পদক প্রবর্তনের জন্য প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরীকে অনুরোধ জানান।

সংবর্ধনা পেয়ে সোহেল হায়দার চৌধুরী বলেন, যে কোনো পুরস্কার দায়িত্ব বাড়িয়ে দেয়, আজ থেকে দায়িত্ব বেড়ে গেল।

মীর আহম্মেদ মীরু বলেন, আমি যেন আমার মায়ের হাত থেকে হাত থেকে পুরস্কার নিলাম।

এএস/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।