হরতাল-অবরোধের বিরুদ্ধে ঢাকার ১৫ স্কুল-কলেজে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২১ নভেম্বর ২০২৩

হরতাল-অবরোধের বিরুদ্ধে মানববন্ধন করেছেন রাজধানীর ১৫টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরাও। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নিজ নিজ স্কুলের সামনে এবং আশপাশের সড়কে এ কর্মসূচি করেন তারা।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘সময়মতো পরীক্ষা দিতে চাই’, ‘নিরাপদ শিক্ষাজীবন চাই’, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

বিজ্ঞাপন

jagonews24

আরও পড়ুন: ২৪ দিনে গড়ে ৭ যানবাহনে অগ্নিসংযোগ, গাজীপুর-বগুড়ায় বেশি 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানায়, নভেম্বর-ডিসেম্বর মাসে তাদের বার্ষিক পরীক্ষা থাকে। এই সময়টাতে তারা হরতাল-অবরোধের মতো কর্মসূচি চায় না। এজন্য তারা মানবনন্ধনে দাঁড়িয়েছে।

রাজধানীর ফার্মগেটে মানববন্ধন কর্মসূচি করেছে তেজগাঁও মডেল স্কুল। স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, আমরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাই। নির্ভয়ে শিক্ষার্থীরা ক্লাসে আসতে চায়, নিরাপদে পরীক্ষা দিতে চায়। রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদেরও একই আহ্বান থাকবে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মহাখালীর নাবিস্কো মোড়ে মানববন্ধনে দাঁড়ায় নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়। এ স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জাব্বার হাওলাদার জাগো নিউজকে বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের শিক্ষার্থীরা বেশ পিছিয়ে পড়েছে। তাদের শিক্ষাজীবনে যে গ্যাপ, তা এখন পূরণে আমরা তৎপর। এরমধ্যে রাজনৈতিক কর্মসূচির কারণে বারবার পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি আমরা। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে যাবে। এজন্য এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি জানাচ্ছে।

এদিকে, রাজধানীর গ্রিন রোডে একই কর্মসূচি করে নাজনীন স্কুল অ্যান্ড কলেজ, মানিকমিয়া অ্যাভিনিউ এলাকায় রাজধানী স্কুল, আগারগাঁও মোড়ে শেরে বাংলা নগর আদর্শ মহিলা কলেজ, কারওয়ানবাজারে তেজগাঁও মহিলা কলেজ, হাতিরঝিল সড়কে প্রভাতী উচ্চ বিদ্যালয়, নয়াটোলা মোড়ে ইস্পাহানী স্কুল অ্যান্ড কলেজ, মগবাজারে নজরুল স্কুল, বাংলামোটরে শাহানুর মডেল হাই স্কুল মানববন্ধন করে।

jagonews24

বিজ্ঞাপন

এছাড়া বিটিসিএল স্কুল, শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ, বি জি প্রেস হাই স্কুল, তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ নজি নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন কর্মসূচি করে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে অবরোধ-হরতাল কর্মসূচি করছে বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো। সপ্তাহে কর্মদিবস রবি-সোমবার ও বুধবার–বৃহস্পতিবার তারা এ কর্মসূচি দিচ্ছে।

ফলে সপ্তাহের কর্মদিবসের মধ্যে শুধুমাত্র মঙ্গলবার কর্মসূচির বাইরে থাকছেও। ওইদিনও ঢাকাসহ সারাদেশে মিছিল-সমাবেশ হচ্ছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করতে হচ্ছে।

বিজ্ঞাপন

এএএইচ/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।