অস্ট্রিয়ায় স্কুলে গুলি, বেশ কয়েকজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১০ জুন ২০২৫
ছবি: এএফপি (ফাইল)

অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। পুলিশ এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় হতাহতের মধ্যে শিক্ষার্থী ও শিক্ষকরাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশের একজন মুখপাত্র সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফকে জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযান চলছে এবং সেখানে একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সূত্র: বিবিসি

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।