ভোগান্তি ছাড়াই ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে ফিরছে মানুষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১০ জুন ২০২৫

পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। অনেকে সড়কের ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন।

এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে যানজট ও কোনো ধরনের ভোগান্তি দেখা যায়নি। মঙ্গলবার (১০ জুন) সকালে মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় এমন চিত্র।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৩ হাজার ৮০৩টি যানবাহন পারাপার হয়েছে সেতু দিয়ে। এরমধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিল ১২ হাজার ৫৯টি। এতে টোল আদায় হয়েছে ৭৫ লাখ ৬৪ হাজার ২৫০ টাকা।

অপরদিকে ঢাকাগামী ১১ হাজার ৭৪৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ৭৩ লাখ ৫৬ হাজার ৫০ টাকা।

সরেজমিনে দেখা যায়, গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি নিয়ে রাজধানীর দিকে ছুটছে মানুষ। তবে সড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। অনেকটাই ফাঁকা মহাসড়ক।

এর আগে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গত বুধবার ভোর ৪টা থেকে শুক্রবার রাত ১১টা পর্যন্ত টানা যানজট থাকে। তবে ঈদ শেষে দেখা গেছে ভিন্ন চিত্র। মহাসড়কে যানজটের দেখা মেলেনি।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ঢাকামুখী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা কাজ করছেন। নির্বিঘ্নেই মানুষ ঢাকা যেতে পারছেন।

আব্দুল্লাহ আল নোমান/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।