কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় এসেছে কমলেশ রায়ের রম্যগল্পের বই ‘শাপে বর’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। বইমেলায় পাওয়া যাচ্ছে ২৯ নম্বর প্যাভিলিয়নে। প্রচ্ছদ করেছেন মানব। অলংকরণ তাপস সরকার। দাম ১৬০ টাকা।

রম্য মানেই অঢেল মজা। লঘুচালে সুখপাঠ্য লেখা। আসলে কি তাই? হাসি-তামাশার আড়ালে লুকিয়ে থাকা বেদনা, গভীর কোনো বোধ, শিক্ষণীয় কথা, সমাজের অসামঞ্জস্যতাও তো ঘাপটি মেরে থাকে রম্যর পরতে পরতে। আর এই মজার হাটে যে যেমন খরিদ্দার সে সেটুকুই কেনেন। কেউ স্রেফ হাসেন, কেউ হাসতে হাসতে ভাবেন। কেউ আবার খুঁজে পান অমূল্য কিছু।

বইটিতে আছে পাঁচটি রম্যগল্প। ‘টি-শার্ট’, ‘চায়ের কাপ’, ‘সেই রাতে’, ‘মেঘরাত্রির আলাপন’ ও ‘শরতের একদিন।’ এক মলাটে সরস গল্পের অনবদ্য এক ভান্ডার। গল্পগুলো আমাদের হাসায়, কাঁদায়, ভাবায় এবং শেখায়।

আরও পড়ুন

জীবন মানেই লড়াই। বিপদে-আপদে ঘেরা। তারপরও জীবন সুন্দর। আনন্দময়। বেঁচে থাকার চেয়ে বড় ‘শাপে বর’ আর কী হতে পারে!

কমলেশ রায়ের রম্যরচনায় উইট আর হিউমার মাখামাখি করে থাকে। পাঠকের হৃদয়কে যা হাস্যরসে ভরপুর করে তোলে। রম্যগল্প যারা ভালোবাসেন তারা অনায়াসে বইটি রাখতে পারেন পছন্দের তালিকায়। রকমারি ও পাঞ্জেরী পাবলিকেশন্সসহ বিভিন্ন অনলাইন বুকশপে পাওয়া যাচ্ছে ‘শাপে বর’ বইটি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।