ফাহমিদা ফারুকের রোমান্টিক উপন্যাস ‘ক্লাউড নাইন’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফাহমিদা ফারুকের রোমান্টিক উপন্যাস ‘ক্লাউড নাইন’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। বইটির মুদ্রিত মূল্য ৬৬০ টাকা। ছাড়ে ৪৯৫ টাকায় কিনতে পারবেন। পাওয়া যাবে বইমেলার ৬৮৬-৬৮৮ নম্বর স্টলে।

ফাহমিদা ফারুকের উপন্যাস ‘ক্লাউড নাইন’ এমনই এক আবেগঘন গল্প, যেখানে অতীতের স্মৃতি, মানসিক দ্বন্দ্ব ও প্রেম একসঙ্গে মিশে গেছে। এটি শুধু একটি ভালোবাসার গল্প নয় বরং স্মৃতি ও বাস্তবতার টানাপোড়েনের এক অনন্য উপাখ্যান।

লেখক অত্যন্ত সূক্ষ্মভাবে চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন ফুটিয়ে তুলেছেন। প্রতিটি সংলাপ, প্রতিটি মুহূর্ত পাঠককে ভাবিয়ে তুলবে—আমরা কি সত্যিই অতীতকে ছাড়িয়ে যেতে পারি, নাকি স্মৃতির ভার আমাদের অতীতেই আবদ্ধ রাখে?

লেখকের শুরুটা হয়েছিল ২০১৬ সালে ‘মন খারাপের রং সাদা’ বই দিয়ে। এরপর লিখেছেন মেডিকেল থ্রিলার ‘অ্যান্টিডোট’, ক্রাইম থ্রিলার ‘বিবমিষা’। এ ছাড়া ‘মৃত্যু’ ও ‘মায়াবী মুখোশ’র মতো বইসমূহ পাঠকের হৃদয় জয় করেছিল।

লেখক জানান, ‘ক্লাউড নাইনের থ্রিলগুলো প্রত্যেকেরই জীবনের গল্প বলবে। ভালোবাসা কেবলই একটি দৈহিক বিকার। নিজের সব সচল থাকা সত্ত্বেও অন্যের শ্বাস-প্রশ্বাসে বেঁচে থাকা। ভালোবাসা কেবলই বিকলাঙ্গতার অনুরূপ।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।