আট বছর পর কবি রহমান হেনরীর বই ‘অর্ধশতদল’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

কবিতা লিখে চাকরিচ্যুত হন রহমান হেনরী। সময় আবার চাকরি ফিরিয়ে দেয়। কিন্তু কবিতাচ্যুত করতে পারেনি তাকে। প্রকাশ বন্ধ থাকলেও তার ধারাবাহিক কবিতা লেখা বন্ধ থাকে না। তিনি কবিতাকে ইবাদতের মতো করে দেখেন। নিয়মিত লেখেন। তবে আট বছর পরে এবার বইমেলায় প্রকাশিত হয়েছে নতুন বই ‘অর্ধশতদল’।

রহমান হেনরী জীবনের নানা অনুষঙ্গ, ঘাত-প্রতিঘাত তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলছেন। তার কবিতা পড়া মানে জীবন পড়া, জীবনের নানা অনুষঙ্গ তার কবিতায় নিবিড়ভাবে বর্ণনা করা হয়েছে। বাংলা কবিতার ধারাবাহিক ইতিহাস বাঁকবদলের; প্রতিবাঁকেরও। তারও চেয়ে বড় সত্য, ভাষায়, প্রকরণে, প্রকাশশৈলীতে শক্তিমান কবিমাত্রই স্বতন্ত্রস্বরের অধিকারী। কণ্ঠস্বাতন্ত্র্যই কবি থেকে কবিকে স্বতন্ত্র কবির মর্যাদায় অভিষিক্ত করে। কবি হয়ে ওঠেন শিল্পের প্রতিভূ; আপন শক্তির স্মারক।

বিজ্ঞাপন

রহমান হেনরীর কবিতাও বাংলা কবিতার একটি ধারাবাহিক অধ্যায়। তার কবিতায় রয়েছে গভীরতর চিন্তার ছাপ, হৃদয়াকুতির সরল প্রকাশ। নতুন কবিতার বইটি পাঠকপ্রিয়তা পাবে এমন প্রত্যাশা দেশ পাবলিকেশন্সের প্রকাশক অচিন্ত্য চয়নের। তিনি বলেন, ‘আট বছর পরে কবি রহমান হেনরীর নতুন কবিতার বই প্রকাশ করতে পেরে আমি গর্বিত। আনন্দিত। কবিতাপ্রেমী পাঠকদের বইটি সংগ্রহ করে পড়া উচিত।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কবি রহমান হেনরীর জন্ম ১৪ জানুয়ারি ১৯৭০, তদানীন্তন রাজশাহী জেলার নাটোর মহাকুমায়। কবি, বিশ্বকবিতার বাঙলায়নকর্মী; বাংলাদেশ সরকারের নির্বাহী বিভাগে কর্মরত; পঞ্চদশ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। তার কবিতাগ্রন্থ ১৭টি, বাঙলায়নকৃত কবিতাগ্রন্থ ৪টি। ২০০৮ সাল থেকে পোয়েটট্রি নামক একটি অনিয়মিত কবিতার কাগজ সম্পাদনা করেন। বাংলা ও ইংরেজি ভাষায় কবিতাচর্চাকারী হেনরী বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বসবাস করছেন।

তার উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ: প্রকৃত সারস উড়ে যায়; সার্কাসমুখরিত গ্রাম; খুনঝরা নদী; শ্রেষ্ঠ কবিতা; গোত্রভূমিকাহীন; দুঃখ এবং আরও কিছু আনন্দ; ব্রজসুন্দরীর কথা; প্রণয় সম্ভার; শতরথগুঞ্জন। বাঙলায়নকৃত কবিতাগ্রন্থ: অধিকৃত ভূখণ্ডের কবিতা (ফিলিস্তিনি কবিতা); কবিতার ত্রিভুবন (টোমাজ ট্রান্সট্রুমার, আদোনিস ও কো উনের নির্বাচিত কবিতা); নোবেলজয়ীদের কবিতা। একমাত্র সম্পাদনাগ্রন্থ: বিশ শতকের বাঙলা কবিতা।

এবারের অমর একুশে বইমেলায় ‘অর্ধশতদল’ গ্রন্থটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন আল নোমান। বইটির দাম ৩০০ টাকা। বইমেলায় ৬৮৬-৬৮৮ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। কবিতাপ্রেমীরা সংগ্রহ করতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।