বই আলোচনা

আততায়ী অন্ধকার: নির্বাক যন্ত্রণার কাব্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০১ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

ইমরান শা’কির ইমরু

‘অন্ধ রাত নিস্তব্ধ, বধির—
কান্না শুনে না বয়ে যাওয়া এক নদীর!’
দ্বিমত প্রকাশনী প্রকাশ করেছে জাহিদ নয়নের প্রথম কাব্যগ্রন্থ ‘আততায়ী অন্ধকার’। বইটির শিরোনামেই রয়েছে এক রহস্যময় ব্যঞ্জনা—আততায়ী অন্ধকার।

কবি জাহিদ নয়ন তার কাব্যগ্রন্থ আততায়ী অন্ধকারে অনিবার্য বাস্তবতা, যা সময়, সমাজ ও সত্তার ভেতরকার বিপন্নতাকে তুলে ধরে। কবি এখানে তুলে এনেছেন এক গভীর, অনুচ্চারিত অনুভবের জগত, যেখানে অন্ধকার শুধু এক প্রাকৃতিক অবস্থা নয় বরং এই অন্ধকার নিঃসঙ্গতা, ব্যর্থতা, প্রেমহীনতা কিংবা সময়ের ক্লান্ত প্রতিফলন হয়ে ধরা দেয়।

ভাষাশৈলী কিছুটা সরল মনে হলেও সাধারণ নয়। শব্দের বুনন বেশ শক্তিশালী এবং চমৎকার। প্রতিটি শব্দ বয়ে আনে গভীর মানসিক অনুরণন। চিত্রকল্পে আছে বিষণ্নতা, প্রশ্ন ও আত্মসংঘাত। কখনো রাজনৈতিক, কখনো মানসিক, কখনো সাংস্কৃতিক অন্ধকারের মুখোমুখি দাঁড় করায় কবি তার পাঠককে। পাঠককে বাধ্য করে ভাবতে, থমকে দাঁড়াতে। এই পৃথিবীর মুখ, সমাজের শরীর এবং নিজের ভেতরের অন্ধকারের দিকে তাকাতে।

তার কবিতায় ফুটে ওঠে অন্তর্মুখী যন্ত্রণার ভাষ্য; যা কবিতার ভেতর দিয়ে সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক, আদর্শিক জীবনের অদৃশ্য ক্ষতগুলোকেই স্পষ্ট করে তোলে।

‘অযোগ্যতা’, ‘ইনসমনিয়া’, ‘ডুবে আছি পাপে’, ‘নৈমিত্তিক অপেক্ষা’—এই কবিতাগুলোর ভেতরে আমরা দেখি এক বিষণ্ন আত্মা, যে নিজের ভেতরেই নিজেকে খোঁজে এবং হারায়। এইসব কবিতায় নেই অতিনাটকীয়তা বরং আছে নিরীহ স্বীকারোক্তি, সামাজিক ও ধর্মীয় চিত্র; যা পাঠকের মনে ধাক্কা দিয়ে যায় নীরবে।

আরও পড়ুন
ছোটোদের অণুকাব্য: মজার রাজ্যে আমন্ত্রণ 
পাপ ও পদ্মের পিঞ্জর: কৃষিজীবী জীবনের আখ্যান 

‘নাগরিক বিপ্লব’, ‘জয়বাংলা’, ‘মহামারী’—এই কবিতাগুলো আমাদের সরাসরি নিয়ে যায় রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে; যেখানে নাগরিকের যন্ত্রণার ভাষা আর ইতিহাসের স্লোগান মিলেমিশে তৈরি করেছে এক নব জাগরণ। জাহিদ নয়ন কেবল দ্রোহী নন তিনি পর্যবেক্ষকও। তাই তার প্রতিটি বক্তব্যে সচেতন সংযম লক্ষ্য করা যায়। কাঁটাতার গলে বৃষ্টি একটি ব্যতিক্রমী কবিতা; যেখানে মানবিকতা, সীমান্ত ও শারীরিক কল্পচিত্র এক হয়ে তৈরি করেছে রাজনৈতিক কাব্যিকতা।

‘পাথুরে আয়নায় প্রতিবিম্ব’, ‘হাসপাতাল রোড’ কবিতাগুলোতে শহুরে জীবন ও মানুষের নিঃসঙ্গ বাস্তবতা উঠে এসেছে সূক্ষ্ম দার্শনিক ভাষায়। কবির দৃষ্টিভঙ্গি এখানে তীক্ষ্ণ কিন্তু কণ্ঠস্বর শান্ত। ‘লাশ বৃত্তান্ত’ ও ‘উদাস বিজ্ঞাপন’ দুটি কবিতার একটিতে মৃত্যুর প্রাত্যহিকতা, অন্যটিতে জীবনের ঠুনকো মুখোশ উঠে এসেছে তীব্র ব্যঙ্গ ও বিষণ্নতায়।

জাহিদ নয়নের প্রতিটি কবিতার প্রতিটি চরণে গভীর তাৎপর্য নিহিত। তার প্রতিটি কবিতায় ব্যক্তি, রাষ্ট্র ও সভ্যতার সংকট পাশাপাশি চলেছে, কখনো স্পষ্ট উচ্চারণে, কখনো ভাঙা নিঃশ্বাসে।

আততায়ী অন্ধকার শুধু কবিতার সংকলন নয়; কিছু কবিতায় ভেসে আসে প্রতিবাদী কণ্ঠস্বর, কিছুতে শোনা যায় গোপন আত্মস্বীকার, অনুভূত হয় ভেতরের রক্তক্ষরণ।

আততায়ী অন্ধকার বইটির প্রচ্ছদ এঁকেছেন আইয়ুব আল আমিন। ৪৮ পৃষ্ঠার বইয়ের মূল্য ২০০ টাকা। দীর্ঘ এক দশক ধরে বিভিন্ন জাতীয় পত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করলেও এটাই তার প্রথম কাব্যগ্রন্থ।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।