২১ ফেব্রুয়ারি আসছে মোহাম্মদ এ. আরাফাতের প্রথম বই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২০

একুশে বইমেলায় প্রথমবারের মতো আসছে অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ এ. আরাফাতের বই ‘দ্বিখণ্ডিত রাজনীতি অখণ্ড বাংলাদেশ’। এখন পর্যন্ত এটিই তার প্রথম ও একমাত্র বই। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিশ্লেষণই বইটির মূল উপজীব্য।

দীর্ঘদিন ধরে রাজনীতি গবেষণা করছেন অধ্যাপক আরাফাত। সেই অবস্থান থেকেই তিনি বাংলাদেশের রাজনীতির গতি-প্রকৃতি, খণ্ডায়ন, আদর্শিক দ্বন্দ্ব, সত্য-মিথ্যার যে লড়াই তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

প্রথম বই সম্পর্কে জানতে চাইলে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এ. আরাফাত বলেন, আমি সত্য আর মিথ্যার মাঝখান দিয়ে হাঁটার মানুষ নই। তথাকথিত ‘নিরপেক্ষ’ নই। আমার সুস্পষ্ট একটা অবস্থান আছে। অসত্যের বিপক্ষে সত্য বলার এবং প্রতিষ্ঠার জন্য আমাদের যে রাজনৈতিক সংগ্রাম মূলত তা-ই বই আকারে প্রকাশিত হলো ‘দ্বিখণ্ডিত রাজনীতি অখণ্ড বাংলাদেশ’ নামে।

তিনি আরও বলেন, রাজনীতি সচেতন তরুণদের বইটি উৎসাহী করবে, রাজনীতির ‘ভেতর-বাহির’ ও ‘সত্য-মিথ্যা’ জানতে বইটি সহায়ক। লেখাগুলো হয়তো আমার, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে বিশ্বাসী, সত্যানুসন্ধানী, এ দেশের পক্ষের প্রতিটি মানুষের কথাই এই বই। বইটির জন্য প্রকাশক ‘পার্ল পাবলিকেশন্স’ দীর্ঘ প্রায় ছয় বছর অপেক্ষা করেছে বলেও জানান অধ্যাপক আরাফাত।

পার্ল প্রকাশক হাসান জায়েদী তুহিন ‘দ্বিখণ্ডিত রাজনীতি অখণ্ড বাংলাদেশ’ বইটি নিয়ে বলেন, অধ্যাপক আরাফাত দীর্ঘদিন ধরে রাজনীতি গবেষণার সঙ্গে যুক্ত। তার বইটি পড়ার মধ্য দিয়ে এই প্রজন্মের তরুণরা সত্যিকারের রাজনৈতিক ইতিহাস জানতে পারবে, দেশের প্রতি সচেতন হবে। ইতিবাচক ভূমিকা রাখবে এগিয়ে যাওয়ায়, দেশ গঠনে।

বইটি শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস থেকে পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলায় পার্ল পাবলিকেশন্সের ৩৪ নম্বর প্যাভিলিয়নে।

এএসএস/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।