বই আলোচনা

অনন্ত সংগ্রাম: ঘাত-প্রতিঘাতের জীবন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫
ফাইল ছবি

উম্মে হাবিবা কনা

‘কামরানকে পিছন থেকে জড়িয়ে ধরেছে বাবর। মুহূর্তেই তীব্র একটা শব্দ হলো। মাথায় আঘাত পেয়েছে সে। কপাল বেঁয়ে উষ্ণ রক্ত প্রবাহ নেমে যাচ্ছে নিচের দিকে। চোখ বেঁয়ে যাচ্ছে ঠোঁটের ওপরে। নোনতা লাগছে। বাবরের মাথা ঘুরছে চারদিকে। ঘুরছে গাছ, মানুষ, দাঁড়িয়ে থাকা বাস, দালান সবকিছু। সে ঢলে মাটিতে পড়ে গেল। তারপর এলোপাথাড়ি লাঠি, হকিস্টিকের আঘাত; লাথির পর লাথি...’ বলছিলাম তরুণ ঔপন্যাসিক এম এম উজ্জ্বলের উপন্যাস ‘অনন্ত সংগ্রাম’ থেকে।

উপন্যাসটি পড়ে জানতে পারলাম, গ্রামের হতদরিদ্র পরিবার থেকে এইচএসসি পাস করে বহু চড়াই-উৎরাই পেরিয়ে মেধাবি বাবর অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে সক্ষম হয়। পরিবার ছাড়া সে বাকি সবার কাছেই হয়েছে হিংসার পাত্র। তার রেজাল্ট বরাবরই ছিল ঈর্ষণীয়। গরিব ঘরে জন্ম নিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখাটাই যেন পাপ এ সমাজে।

ভার্সিটিতে ভর্তি হয়ে সে ভেবেছিল, এখন শুধু পড়বে আর পড়াশোনা শেষ হওয়া মাত্রই বিসিএস পরীক্ষা দেবে। বাবা-মায়ের অভাব-অনটন দূর করে সংসারের হাল ধরবে। কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নপূরণের আগেই হারায় তার পরিবারের বটবৃক্ষ বাবাকে। এতে সে অনেক ভেঙে পড়ে। মা-ও শয্যাশায়ী হয়ে পড়েন। সে নিজেও অসুস্থ হয় পড়াশোনা স্থগিত করতে বাধ্য হয়।

বাবর তার সর্বোচ্চ চেষ্টা বহাল রাখে সবটা ঠিক করতে। কিন্তু হিতে শুধু বিপরীতই হতে থাকে। যেন সে তার জীবন যুদ্ধে বারবার জিতেও হেরে যায় নিয়তির কাছে। ক্যাম্পাসে নোংরা রাজনীতি, চাকরি ক্ষেত্রে প্রশ্নফাঁস, মেধাবিরা বঞ্চিত—এসবের চিত্র তুলে ধরেছেন লেখক বইটিতে। এভাবে দেখলে বইয়ের নামকরণ একদম শতভাগ উপযুক্ত হয়েছে।

আরও পড়ুন
অপেক্ষা: যে প্রতীক্ষা জীবন বাঁচিয়ে রাখে 
কাঁদো নদী কাঁদো: জীবনের শৈল্পিক উপস্থাপন 

উপন্যাসের প্রধান চরিত্র বাবর। বাবা শখ করে নাম রাখেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর। মেধাবি, সহজ-সরল, টগবগে এই তরুণ প্রাণপণে লড়াই করে এগিয়েছে তার স্বপ্নের পথে। শত বিপদেও কখনো হাল ছাড়েনি। অন্য চরিত্র সাদিয়া প্রধান চরিত্র বাবরের ডিপার্টমেন্টের বন্ধু। মেয়েটি নিজের পারিবারিক সমস্যাকে উপেক্ষা করে ছাঁয়ার মতো বাবরের পাশে থেকেছে। পড়াশোনায় সাহায্য করেছে। অপরদিকে উমর শেখ ও কুলতুক নিগার হলেন বাবরের বাবা-মা। যারা শত দরিদ্রতাকে উপেক্ষা করে ছেলেকে বড় করার স্বপ্ন দেখেছিল। তবে সবশেষে কী ঘটেছিল, জানতে হলে বইটি পড়তে হবে।

‘অনন্ত সংগ্রাম’ নামটি পড়ে ধারণা পেয়েছিলাম বইটি সম্বন্ধে। বইটিতে প্রধান চরিত্র বাবর তার শৈশবে বেড়ে ওঠা, পড়াশোনায় হাইস্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ওঠা, সুনামের সাথে বহু ঘাত-প্রতিঘাত সহ্য করে ভার্সিটিতে পড়ার বিষয়টি উঠে এসেছে। বেশ সংগ্রাম করে ছেলেটা। এ ছাড়া পরে ভার্সিটি লাইফে রাজনীতিসহ নানাবিধ জটিলতায় জড়িয়ে যায়। একদম বাস্তব চিত্র তুলে ধরেছেন লেখক। অনেকেই নিজের সঙ্গে মিল খুঁজে পাবেন। উপন্যাস তো এমনই হওয়া উচিত।

বই: অনন্ত সংগ্রাম
লেখক: এম এম উজ্জ্বল
প্রকাশনী: জ্ঞানকোষ প্রকাশনী
প্রচ্ছদ: জারিফ
মূল্য: ৩০০ টাকা।

এসইউ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।