নাহিদ আহসানের ‘মেঘজীবনের গল্প’র প্রচ্ছদ উন্মোচন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩

তরুণ লেখক নাহিদ আহসানের তৃতীয় বই ‘মেঘজীবনের গল্প’ জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত হবে অমর একুশে বইমেলায়। সম্প্রতি বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এক্সিলেন্স বাংলাদেশের ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা’ অনুষ্ঠানে এ বইয়ের প্রচ্ছদ উন্মোচন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন ডিএমপির গুলশান বিভাগের (ক্যান্টনমেন্ট জোন) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম পিপিএম।

বিশেষ অতিথি ছিলেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, স্টার সিনেপ্লেক্সের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন লায়লা নাজনীন, আমাদের সময়ের হেড অব অনলাইন মোহাম্মাদ আলম, এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সিইও সৈয়দ উছওয়াত ইমাম, সদাগর ডটকমের সিইও আরিফ চৌধুরী, মিডিয়াব্যক্তিত্ব সেহেলী আজিজ মৌ, শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার শিল্পী।

আরও পড়ুন: কান পাতলেই ঠুকঠাক শব্দ, জানান দিচ্ছে বইমেলা আসছে

এক্সিলেন্স বাংলাদেশের সিইও বেনজির আবরারসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত দিয়েই উন্মোচন হয় ‘মেঘজীবনের গল্প’ বইয়ের প্রচ্ছদ।

বইটি সম্পর্কে লেখক নাহিদ আহসান বলেন, ‘গ্রামীণ মানুষের জীবনের গল্প উঠে এসেছে এবারের উপন্যাসে। মেঘজীবনের গল্পে দেখা মিলবে কৈশোরের বন্ধুত্বের গল্প, গ্রাম্য রাজনীতির গল্প, পারিবারিক দ্বন্দ্ব ইত্যাদি। গ্রামীণ মানুষের সাধারণ জীবনবোধের এক অনন্য উপাখ্যান এটি।’

এক্সিলেন্স বাংলাদেশের হেড অব মার্কেটিং নাহিদ আহসানের বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী মিস্ত্রি। বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনীর ৩৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে উপন্যাসটি। তার প্রথম বই ‘মায়ের নীল শাড়ি’ এবং দ্বিতীয় বই ‘বিষাদবাড়ি’।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।