কবি বিমল সাহার একক বইমেলা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৫ মে ২০২৪

জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে কবি বিমল সাহার বই নিয়ে একক বইমেলা-গান-কবিতা-কথা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বিজয় মিলনায়তনে কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত শিক্ষা সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস।

২৪ তারিখ শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ২৫ মে সকালে। অতিথি ছিলেন কথাশিল্পী নজিবুল আকবর, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, কবি বজলুর রায়হান। অনুষ্ঠান উপস্থাপনা করেন সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা।

আরও পড়ুন

প্রধান আলোচক ছিলেন কবি চঞ্চল মেহমুদ কাশেম। গান-কবিতা পরিবেশন করেন নাট্যজন নূর হোসেন রানা, কবি জয়নাল আাবেদীন জয়, কবি রফিক চৌধুরী, মমতাজ মেহমুদ, মিলন আহমেদ, অসীম ভট্টাচার্য, নাছির ইকবাল শরীফ, বিপুল বিক্রমপুরী, সাইদ খান সবুজ, এস এম খোকন প্রমুখ।

বইমেলায় কবি বিমল সাহার বইগুলো প্রদর্শিত হয়। অনেকেই প্রিয় কবির বই সংগ্রহ করেন। একই সময় সাউন্ডবাংলার পক্ষ থেকে বলা হয়, জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যোগে নিয়মিত প্রকাশনা ‘স্বপ্নালোক’ প্রকাশিত হচ্ছে। জাতীয় সাংস্কৃতিকধারার আগামী আড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে ১ হাজার টাকা মূল্যের বই দেওয়া হবে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।