মিলন আব্দুল্লাহর ‘তবুও কবিতারা অবাধ্য’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো তরুণ কবি ও লেখক মিলন আব্দুল্লাহর কবিতার বই ‘তবুও কবিতারা অবাধ্য’। বইটি প্রকাশিত হয়েছে চারু সাহিত্যাঙ্গন প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন জহিরুল ইসলাম শোভন।

প্রকাশক জানান, এটি লেখকের চতুর্থ বই। ৪ ফর্মার বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। পাওয়া যাবে অমর একুশে বইমেলায় চারু সাহিত্যাঙ্গনের ৪৮৮ নম্বর স্টলে।

বইয়ের বিষয়ে কবি বলেন, ‘কবিতারা স্বাধীনচেতা। তাদের রুখে দেওয়ার দুঃসাহস করতে হয় না। তাদের থামিয়ে দেওয়ার চেষ্টা করলে কয়েকগুণ শক্তি সঞ্চার করে ফিরে আসে। কবিতারা কেবল প্রেম-বিরহের মধ্যে আবদ্ধ থাকবে না। তারা কথা বলবে সমাজের নানা অনিয়ম-অবিচার, অসংগতি নিয়ে। তাদের কথা বলতে বাধ্য করাতে হবে অধিকার আদায়ে।’

মিলন আব্দুল্লাহর প্রকাশিত বইয়ের সংখ্যা চারটি। ‘তবুও কবিতারা অবাধ্য’ অধিকার, অবিচার, প্রেম, বিরহের সংমিশ্রণে লেখা অসাধারণ কাব্যগ্রন্থ। যে বইয়ের প্রতিটি কবিতা মানুষের হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।