বইমেলায় জান্নাতুল কেকার কবিতাগ্রন্থ ‘ফ্রকের ঘেরে শৈশব’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৩১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০২০

অমর একুশের বইমেলায় এসেছে চ্যানেল আইয়ের সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকার প্রথম কবিতাগ্রন্থ ‘ফ্রকের ঘেরে শৈশব’। ‘বেহুলা বাংলা’ প্রকাশনা সংস্থা থেকে কবিতা গ্রন্থটি প্রকাশিত হচ্ছে।
আগামী ১৪ ফেব্রুয়ারি কবিতাগ্রন্থটি বই মেলায় আসবে। পাওয়া যাবে ৪৬৯, ৪৭১ ও ৪৮০ নম্বর স্টলে।

জাগো নিউজের সঙ্গে আলাপকালে জান্নাতুল বাকেয়া কেকা বলেন, ‘কবিতা আমার অবাল্যের অনুভূতি থেকে এখনো আমার সঙ্গী। গল্প-কবিতা মিলিয়ে প্রায় পৌনে ৪০০ হারিয়ে যাওয়া আমার প্রিয় ‘ব্রাউন বাঁধানো খাতা’র প্রতিনিধিত্ব করছে প্রথম কবিতাগ্রন্থটি। শৈশবের সাক্ষী হারালেও আমি এখনো ধারণ করে চলেছি আমার ‘অবাল্য শৈশব’। এরই ভিত্তিতে বর্তমান ও বহতা জীবনকে তুলে ধরেই এই কবিতাগ্রন্থ।’

তিনি বলেন, ‘প্রতিটি ব্যক্তির কাছে তার ‘আবাল্য শৈশব’ তার পরম ধন। ইন্টারনটে-ভিডিও গেমস আর কম্পিউটার নির্ভর আজকের নতুন প্রজন্মের জীবন বহতায় ‘আবাল্য শৈশব’ চলার প্রেরণা যোগাবে নিশ্চিত।’

এমইউ/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।