শিশুসাহিত্যের সৌধে চড়বার প্রথম সোপানটিই দুর্বলতা
‘বাংলাদেশের শিশুসাহিত্য বিষয়বৈচিত্র্যের দিক থেকে প্রায় সর্বপ্রান্তস্পর্শী। তবুও একটি দিকে ঘাটতি থেকে গেছে। শিশুসাহিত্যের সৌধে চড়বার প্রথম সোপানটিতেই আছে দুর্বলতা। লেমিনেটেড কাগজে রঙ-চঙা বর্ণপরিচয়ের বই আজকাল ঢাকার রাস্তায় বিকোয়। কিন্তু তাতে আদৌ বাঙালিত্ব বা দেশজ আবহ আছে কিনা, তা ভাববার বিষয়। প্রাক-বিদ্যালয় পর্বের বই বলে এগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশনার আওতায় পড়ে না।’
বুধবার বিকেল ৪টায় অমর একুশে বইমেলার মূলমঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশে শিশুসাহিত্য চর্চা : অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে বাংলা একাডেমি। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শাহীন আখতার। আলোচনায় অংশগ্রহণ করেন আসলাম সানী, রাশেদ রউফ এবং সুজন বড়ুয়া। সভাপতিত্ব করেন বিশিষ্ট লেখক রশীদ হায়দার।
শাহীন আক্তার বলেন, বাংলা একাডেমি ও শিশু একাডেমি যৌথ উদ্যোগে দেশের প্রথিতযশা লেখকদের সহায়তায় এ জাতীয় পুস্তিকা প্রকাশের উদ্যোগ নিতে পারে। বিদ্যালয়ে যাওয়ার আগেই শিশু যেন ভালোবাসতে পারে ভাষাশহীদদের রক্তে রাঙানো বর্ণমালাকে, যেন চিনতে পারে দেশকে তার সত্যকার পরিচয়ে।
আলোচকবৃন্দ বলেন, বাংলাদেশের শিশুসাহিত্য বিচিত্র ও বহুমাত্রিক। আমাদের পূর্বপ্রজন্মের শিশুসাহিত্যিক এবং উত্তরপ্রজন্মের শিশুসাহিত্যিকরা বিষয়বস্তুর নতুনত্ব, ভাষার সজীবতা, অঙ্গীকারের স্বচ্ছতার মধ্য দিয়ে শিশুকিশোরদের স্বপ্নভুবনের সন্ধান দিয়েছেন। নিজস্ব মৃত্তিকার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক চেতনার মেলবন্ধনের মধ্যদিয়ে বাংলাদেশের শিশুসাহিত্যের নবযাত্রা সূচিত হয়েছে।
তারা বলেন, আজ যখন প্রযুক্তির বিস্ফোরণে শিশুকিশোরের অনেকেই পাঠবিমুখ হয়ে পড়ছে তখন তাদের হাতে মানসম্পন্ন শিশুসাহিত্যের বই তুলে দেয়াই হবে আমাদের অবশ্য কর্তব্য।
সভাপতির বক্তব্যে রশীদ হায়দার বলেন, বাংলাদেশের শিশুসাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখবো এক্ষেত্রে বাংলার আবহমান ঐতিহ্যের সঙ্গে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার সংযোগ ঘটেছে শিল্পিতরূপে।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবুল ফারাহ মো. তোয়াহার পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘কেন্দ্রীয় খেলাঘর আসর’ এবং হাসান আব্দুল্লাহ-এর পরিচালনায় সাংস্কৃতিক শিশু-কিশোর সংগঠন ‘ঘাসফুল শিশু-কিশোর সংগঠন’-এর শিল্পীবৃন্দ।
এদিকে বুধবার মেলার দশম দিনে মেলায় নতুন বই এসেছে ১০৫টি।
এমএইচ/বিএ