২০ দিনে মেলায় নতুন বই এসেছে ২৩৯৬টি
অমর একুশে বইমেলার আজ (শনিবার) ২০তম দিন। মেলার প্রথম ২০ দিনে নতুন বই এসেছে ২ হাজার ৩৯৬টি।
বাংলা একাডেমির তথ্য কেন্দ্র থেকে এ তথ্য পাওয়া গেছে। সর্বশেষ আজ মেলায় নতুন বই এসেছে ১৩৭টি।
২ হাজার ৩৯৬টি নতুন বইয়ের মধ্যে রয়েছে গল্প গ্রন্থ ৩৬৫টি, উপন্যাস ৩৯৩টি, প্রবন্ধ ১৩৮টি, কবিতা ৬৪০টি, গবেষণা ২৬টি, ছড়া ৭৮টি, শিশুতোষ গ্রন্থ ৯২টি, জীবনী ৬১টি, রচনাবলি ৭টি, মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ ৬৭টি, নাটক ৬টি, বিজ্ঞান ৪৩টি, ভ্রমণ ৪০টি, ইতিহাস ৩৬টি, রাজনীতি ৮টি, চিকিৎসা ১৭টি, কম্পিউটার ১৯টি, রম্য রচনা ১৫টি, ধর্মীয় ২৪টি, অনুবাদ ১১টি, অভিধান ৬টি, সায়েন্স ফিকশন ৩৪টি এবং অন্যান্য ২৮০টি।
এমএইচ/এসএইচএস/আরআইপি