বইমেলায় গল্পের হাট ৩


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মানুষ গল্প কবিতা পড়ার মাঝে থাকলেও দেখা যাচ্ছিলো কিছু স্বপ্নের অপমৃত্যু। সুযোগের অভাবে হারিয়ে যাচ্ছে সাধারণের মাঝে লুকিয়ে থাকা অসাধারণ এক গুণ, লিখতে পারা। কেবল বিখ্যাত লেখকের লেখনী বইয়ের দুই মলাটের আবদ্ধ হতে থাকা দিন দিন বেড়েই চলেছে।

যখন কিনা ফেসবুক কিংবা বিভিন্ন ব্লগে পাওয়া যায় এমন হাজারো অখ্যাত লেখকের অসাধারণ লেখা। সে গল্পই হোক কিংবা কবিতা অথবা উপন্যাস। সঙ্গে আছে বই পাঠের বিমুখতা। আবার এমনও অনেক মানুষ আছে যাদের কাছে সাহিত্য সুধা পর্যাপ্ত পরিমাণে পৌছানোর সুযোগটা পর্যন্ত নেই অথচ তারা সুযোগের অপেক্ষাতে বসে আছে।

এমন অনেক কিছুই এখনও আমাদের আশেপাশে ঘটে চলেছে, এই সাহিত্য চর্চার জগতে। এই জগতটাকে সবার কাছে পৌঁছে দিতে এবং এর বিস্তৃতির কথা ভেবে ২০১২ সালের ৩ জুলাই বাংলাদেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মা ৯৯.২ এফ,এম - এর বর্তমান চীফ প্রোডিউসার অ্যাণ্ড প্রেজেন্টর সোহান রেজা শুরু করেন ‘গল্পের হাট’ নামের সাপ্তাহিক এক বিশেষ অনুষ্ঠান। রেডিও পদ্মার এই জনপ্রিয় কথা বন্ধু সোহান রেজা নিজের ছাত্র জীবন শেষ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্য থেকে। ছাত্র জীবন থেকেই তিনি সাহিত্য চর্চার সাথে যুক্ত ছিলেন। পেশায় তিনি একজন শিক্ষক হলেও শখের বশে রেডিওতে কথাবন্ধু হিসেবে কাজ করতে এসে গল্পের হাটে শুরু করে সাহিত্য জগতে নতুন এক মাত্রা যোগ করেন।

শুদ্ধ সাহিত্যের বিকাশে এবং সাধারণ মানুষের ভেতরের লেখক স্বত্তা জাগ্রত করতে অনুষ্ঠানটি শুরু করা হয়। নিজের কল্পনা এবং জীবনের গল্পগুলো প্রথমে চিঠি মারফত পাঠাতে শুরু করলেও ফেসবুকের নীল সাদা জগতকে সাহিত্য চর্চার একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে গ্রহণ করে প্রবীন, নবীন এবং তরুণ লেখক-লেখিকাগণ তাদের অনন্য সৃষ্টি নিয়মিতভাবে পাঠাতে শুরু করে এ অনুষ্ঠানের জন্য।

যার ফলশ্রুতিতে গল্পের হাট পথ চলার সঙ্গী হিসেবে পেয়েছে কয়েকশো লেখক এবং হাজারো পাঠক ও শ্রোতা। সোহান রেজার উদ্যোগে একুশে বইমেলা ২০১৪ তে প্রকাশিত হয় গল্পের হাটের প্রথম সংকলন ‘গল্পের হাট’ এবং একুশে বইমেলা ২০১৫ তে ‘গল্পের হাট-২’।

সেই ধারা বজায় রেখে চলতি বছর সোহান রেজার সম্পাদনায় একুশে বইমেলা ২০১৬-তে প্রকাশিত হয়েছে গল্পের হাটের তৃতীয় সংকলন ‘গল্পের হাট ৩’। যেখানে থাকছে ৬১ জন নবীন লেখকের অসাধারণ ৬১টি গল্প।

গল্পের হাট সম্পর্কে সোহান রেজা বলেন, ‘গল্প পাঠের মাধ্যমে বই বিমুখ পাঠকদের বইমুখী করার ইচ্ছে থেকেই মূলত এমন উদ্যোগ নিয়েছিলাম প্রথমে। এক সময় খেয়াল করলাম আমাদের নিয়মিত শ্রোতাদের মাঝে থেকেও অনেকে আমাদের কাছে গল্প লিখে পাঠাচ্ছেন এবং তারা বেশ আগ্রহের সাথেই পাঠাচ্ছেন।’

প্রতি মঙ্গলবার রেডিও পদ্মাতে কথাবন্ধু সোহান রেজা শুরু করেন তার গল্পের হাট। যেখানে থাকে জীবনের গল্প, মানুষের গল্প, মাটির গল্প, হারিয়ে ফিরে পাবার গল্প।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।