আসছে রাসেলের গল্পগ্রন্থ ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২৫

অমর একুশে বইমেলায় আসছে তরুণ লেখক হুসাইন মোহাম্মদ রাসেলের গল্পগ্রন্থ ‘কাছের মানুষ, কাঁচের মানুষ’। বইটি প্রকাশ করছে প্রিয়জন সাহিত্য প্রকাশনী। প্রচ্ছদ করেছেন নোশিন তাবাসসুম।

লেখকের প্রথম কাব্যগ্রন্থ ‘নিস্তব্ধ কলমের আর্তনাদ’ ২০২১ সালের বইমেলায় প্রকাশিত হয়। লেখক ধারাবাহিকতা বজায় রাখতে এবং গল্পের প্রতি পাঠকদের তুমুল আগ্রহের প্রেক্ষিতে এবারের বইমেলায় নিয়ে আসছেন প্রথম গ্রল্পগ্রন্থ।

নতুন গল্পগ্রন্থ সম্পর্কে লেখক বলেন, ‘বইয়ে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের সমসাময়িক গল্প ঠাঁই পেয়েছে। যা পাঠকের গল্প পাঠের তৃষ্ণা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘বইটি অনলাইন প্ল্যাটফর্ম রকমারি এবং বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাবে। পাঠকেরা বইটি সাদরে গ্রহণ করবেন। বইয়ের কথা সর্বত্র ছড়িয়ে দেবেন।’

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।