মালাইকার বিরুদ্ধে আদালতের সমন জারি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৮ এপ্রিল ২০২৫
মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খান ২০১২ সালে এক হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন। অভিনেত্রী মালাইকা আরোরাও সেই ঘটনায় নাম জড়ায়। এবার সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করছে মুম্বাইয়ের এক আদালত।

২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বাগবিতণ্ডায় জড়ান সাইফ আলি খান। সেই বাগবিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। সাইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। এমনকী তার নাকের হাড় নাকি ভেঙে যায়। এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সাইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা আরোরা, অমৃতা আরোরা ও আরও অনেকে।

মালাইকার বিরুদ্ধে আদালতের সমন জারি

মালাইকা আরোরা। ছবি: সংগৃহীত

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, চলতি মামলার মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। মালাইকা আরোরাকে সাক্ষ্য প্রদানের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জামিনযোগ্য সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী আদালতে অনুপস্থিত ছিলেন। সেই কারণেই অভিনেত্রীকে সমন জারি করেছে আদালত। মামলার আগামী শুনানির দিন ২৯ এপ্রিল।

আরও পড়ুন:

এই ঘটনায় সাইফ আলি খান, শাকিল লাদাক ও বিলাল আমরোহিকে গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্ত হন। তাদের বিরুদ্ধে ৩২৫ ধারায় চার্জশিট দাখিল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে সাইফ দাবি করেছেন, ইকবাল ও তার সঙ্গীরা তাদের সঙ্গে থাকা নারীদের উদ্দেশ্যে কটূক্তি করেন এবং সেখান থেকেই ঝামেলার সূচনা ঘটে।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।