ছয় ঘণ্টা ধরে অস্ত্রোপচার, কেমন আছেন ইন্ডিয়ান আইডল পবনদীপ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০৬ পিএম, ০৬ মে ২০২৫

ভারতের আহমেদাবাদের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক পবনদীপ রাজন। গতকাল (৫ মে) রাত ৩টা ৪০ মিনিটের দিকে তার গাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। বিপদমুক্ত গায়ক পবনদীপ রাজন।

রাজনের সহযোগী দল গায়কের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আইসিইউতে রাখা হয়েছে গায়ককে। আগের তুলনায় ভালো আছেন। তার শরীরের অধিকাংশ হাড় ভেঙেছে। এছাড়া শরীরজুড়ে অনেক আঘাত। টানা ছয় ঘণ্টা তার অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকরা কিছু হাড় জোড়া দিতে পেরেছেন। জানা গেছে, তাকে দিল্লির প্রথম সারির হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মোরাদাবাদের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন এ গায়ক। আহমেদাবাদের একটি অনুষ্ঠানে যোগ দিতে তড়িঘড়ি বিমান ধরতে যাচ্ছিলেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন। যার জেরে নিয়ন্ত্রণ হারায় গাড়ি। ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। চালকসহ দুজন যাত্রীই গুরুতর জখম হন।

বিবৃতিতে পবনদীপের সহযোগী দল আরও জানিয়েছে, একাধিক হাড় ভাঙায় অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয়েছে গায়ককে। সন্ধ্যা ৭টা থেকে টানা অস্ত্রোপচারের চলে। তারপর একটু কমেছে সেই যন্ত্রণা। আপাতত আইসিইউতে থাকবেন গায়ক। দিন চারেক পরে শারীরিক অবস্থার উন্নতি হলে বাকি ফ্র্যাকচার এবং আঘাতের জন্য তার আরও একটি অস্ত্রোপচার করা হবে।

আরও পড়ুন:

পবনের বর্তমান শারীরিক পরিস্থিতি জানানোর পাশাপাশি তার অনুরাগীদের আন্তরিক ধন্যবাদও জানানো হয়েছে সহযোগী দলের পক্ষ থেকে। এক বার্তায় বলা হয়েছে, ‘দুর্দিনে গায়ক এবং তার পরিবারের পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ। আপনাদের প্রার্থনার জোরেই পবনদীপ দ্রুত সুস্থ হয়ে উঠছেন।’

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।