দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫৬ পিএম, ০৫ মে ২০২৫

আহমেদাবাদের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক পবনদীপ রাজন। জানা গেছে, সোমবার (৫ মে) ভোর ৩টা বেজে ৪০ মিনিট নাগাদ তার গাড়িটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়।‌ সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তরুণ এই গায়ককে।

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, অন্তর্জালে ছড়িয়ে পড়েছে পবনদীপের একটি ভিডিও। সেখানে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে আছেন পবন। তার অবস্থা বেশ গুরুতর। তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার আপডেট পাওয়া যায়নি।

পবনকে এই অবস্থায় দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে।

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর বিজয়ী হয়ে আলোচনায় আসেন পবনদীপ রাজন।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।