ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ও চুম্বন নিয়ে জেরিন খানের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ১৭ জুলাই ২০২৫
জেরিন খান। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী জেরিন খানের জনপ্রিয়তার পর অনেকেই তার চেহারার সঙ্গে ক্যাটরিনা কাইফের মিল খুঁজে পেয়েছিলেন। কিন্তু মুখের মিল থাকায় তা যে তার চলচ্চিত্র ক্যারিয়ার তৈরিতে খুব সাহায্য করেছিল বিষয়টি এমন নয়। রীতিমতো জেরনিকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে পথ চলতে হয়েছে।

জেরিন খান নিজের আসন স্থায়ী করে নিতে প্রাণপণ লড়াই করেছেন। তবে তিনি বিভিন্ন চরিত্রে নিজেকে ভাঙার চেষ্টা করলেও তার কাছে এসেছে একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব। ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’, সিনেমায় সেভাবেই তাকে দর্শক দেখেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে বলিউডে কাজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী খোলামেলা কথা বলেছেন।ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ও চুম্বন নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্যও করেছেন।

জেরিন জানিয়েছেন যে, তার কাছে একটা সময়ের পর শুধুই ঘনিষ্ঠ দৃশ্য আছে এমন সিনেমায় অভিনয়ের প্রস্তাবই আসে। এছাড়াও তিনি বলেন, ‘আমার কাছে যখন “আকসার ২” সিনেমার প্রস্তাব আসে তখন আমি খুবই খুশি হয়েছিলাম। মনে হয়েছিল যে আমি একটি হিট সিনেমার সিক্যুয়েলের অংশ হতে চলেছি। পরিচালক জানিয়েছিলেন যে, এ সিনেমায় অন্তরঙ্গ মুহূর্ত সেই অর্থে থাকবে না।’

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় ও চুম্বন নিয়ে জেরিন খানের বিস্ফোরক মন্তব্যজেরিন খান। ছবি: সংগৃহীত

জেরিন আরও বলেন, ‘শুটিং শুরু হওয়ার পর আমি দেখি ঠিক এর বিপরীত ঘটনা। প্রথমে চুমুর দৃশ্য ও তারপর একের পর এক অন্তরঙ্গ মুহূর্তের শুটিং চলতেই থাকে। যা আমার অস্বাভাবিক বলে মনে হয়। আমি এরপর বিষয়টি নিয়ে কথা বলি।’

আরও পড়ুন:

নির্মাতা সম্পর্কে জেরিন আরও বলেন, ‘পরিচালক এ নিয়ে প্রযোজকদের সামনে কোনো কথাই বলতে পারতেন না। তিনি আমাকে বলতেন যে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে তার উপর চাপ রয়েছে। আর এই কারণে যেখানে দরকার নেই আমাকে সেই দৃশেও চুমু খেতে হয়েছে। যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। এমনকি এত অদ্ভুত কিছু পোশাক পরতে দিত। এরপর ওরা হঠাৎই আমার সঙ্গে অদ্ভুত আচরণ শুরু করে।’

সিনেমার শুটিংয়ে বিভিন্ন আপত্তি তোলার পর সেই সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে আমন্ত্রণ পর্যন্ত পাননি জেরিন খান। এ অভিনেত্রীর বিরুদ্ধে রটানো হয়, তার সঙ্গে কাজ করা কঠিন ব্যাপার।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।