র‍্যাম্পে হেঁটে হাসির পাত্র হলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৬ জুলাই ২০২৫

বলিউড ইন্ডাস্ট্রিতে ফিটনেস সচেতন তারকাদের মধ্যে অক্ষয় কুমার অন্যতম। যদিও কয়েক বছর পরপর বেশ টালমাটাল হয়ে যায় অক্ষয়ের ক্যারিয়ার। এবার ১২ বছর পর র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে এ তারকাকে। এর আগেও বিভিন্ন ডিজাইনারের হয়ে র‍্যাম্পে হেঁটেছেন অক্ষয়। এবার ১ যুগ পর ফাল্গুনী শেন পিককের পোশাকে র‍্যাম্প হাঁটলেন এ সুপার স্টার।

অক্ষয়ের র‍্যাম্পে হাঁটার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে একটি ভিডিওতে দেখা যায়, হাতে পাতা ভর্তি ডাল নিয়ে র‍্যাম্পে হাঁটছেন অক্ষয় কুমার।

অভিনেতার লুক খুব প্রশংসিত হলেও, ওভাবে হাতে পাতা নিয়ে হাঁটার কারণে কেউ কেউ তাকে ট্রোলও করছেন। কেউ কেউ আবার ঠাট্টা করে মন্তব্য করেন, ‘হাতে কারি পাতা’।

র‍্যাম্পে হাঁটাতে গিয়ে ভারতীয় রাজকীয় লুকে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার। আইভরি বন্ধগলা শেরওয়ানিতে দেখা গেছে অক্ষয়কে। তিনি এটি কালো সানগ্লাস এবং রুপালি জুতার সঙ্গে পেয়ারআপ করেন। অক্ষয়ের এই লুক ক্রমেই ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।

 
 
 
View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

একটি ভিডিওতে র‍্যাম্পে আসছেন অক্ষয় কুমার। র‍্যাম্পের চারপাশে অনেক সবুজ গাছ লাগানো। হাঁটতে হাঁটতে অক্ষয় কুমার একটি ডাল উপড়ে ফেলেন। তারপর সেই ডাল নিয়ে পোজ দেন। এভাবে ডাল ছিড়ে নেওয়ার কারণে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারকে ট্রোল করছেন। একজন লেখেন, ‘এভাবে কে গাছের ডাল ভাঙে, আশ্চর্য’! আরেকজনের মন্তব্য, ‘খুবই হাস্যকর’। তৃতীয়জনের মন্তব্য, ‘হতে পারে অক্ষয় এই পাতা খেয়ে, বিমলের পান মশলা খাওয়ার অভ্যাস ত্যাগ করতে চান!’

কিন্তু র‍্যাম্প বিতর্ক এই প্রথম নয়। ২০০৯ সালে একটি র‍্যাম্প শো চলাকালীন অক্ষয় কুমারের প্যান্টের বোতাম খুলে দিয়েছিলেন তার বউ টুইঙ্কেল। সেই সময় অশ্লীলতা ছড়ানোর অভিযোগে অক্ষয়-টুইঙ্কেলের নামে থানায় এফআইআরও হয়।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।