লাভ আজকাল : বাদ পড়ছে সারার দীর্ঘ চুম্বন দৃশ্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ভালোবাসা দিবসে মুক্তি পেতে চলেছে সারা আলি খান এবং কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘লাভ আজকাল’। তবে ছবিটির বেশ কিছু অশালীন দৃশ্য বাদ পড়ছে। বাদ যাচ্ছে যৌনতা সংক্রান্ত শব্দও।

সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছবিটির বেশকিছু দৃশ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সারা আলি খান আর কার্তিক আরিয়ানের দীর্ঘ চুমু, ‘আনড্রেস’ হওয়া, যৌনতা সংক্রান্ত শব্দ এবং অশালীন গালিগালাজ। এসব বাদ দিয়ে ছবিকে প্রেক্ষাগৃহে আনার নির্দেশ দিয়েছে সিবিএফসি।

বিজ্ঞাপন

অশালীন গালিগালাজের বদলে অন্য শব্দ ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

শুধু তাই নয়, পরিচালক ইমতিয়াজ আলির এই ছবিতে সারার ক্লিভেজের দৃশ্য আবছা (ব্লার) করে দেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।