২০ বছরের অপেক্ষায় হৃত্বিক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২০ নভেম্বর ২০২০

'কাহো না পেয়ার হ্যায়' সিনেমা দিয়ে বাবার হাত ধরে ২০০০ সালে বলিউডে যাত্রা শুরু হৃত্বিক রোশনের। দুর্দান্ত অভিনয় এবং অসাধারণ ব্যক্তিত্ব তাকে এনে দিয়েছে দিয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা।

আগামী বছরের জানুয়ারি মাসে বলিউডে ক্যারিয়ারের ২০তম বছরে পদার্পণ করবেন বলিউডের গ্রিক গড খ্যাত এই অভিনেতা।

সেই মাহেন্দ্রক্ষণের সামনে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ার নিয়ে ভিন্নভাবে ভাবছেন হৃত্বিক।

সম্প্রতি ক্যারিয়ারের ২০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় শীর্ষস্থানীয় এক দৈনিকে সাক্ষাৎকারকালে তিনি এ কথাই জানান।

হৃত্বিক বলেন, 'প্রথমেই বলব গত ২০ বছর বেশ আনন্দের সঙ্গেই কাজ করেছি। কাজের পরিবেশ সবসময় অসাধারণ ছিল। যদি আমাকে অভিনয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন তাহলে বলব, 'কাবিল' সিনেমাটির পর আমি আমার বেশ কিছু ব্যাপারে পরিবর্তন নিয়ে এসেছি। আমি চিন্তা করছি আমার পরবর্তী ক্যারিয়ার নিয়ে। সেটা যতটা সময়ের জন্যই হোক না কেন। আমি আমার সেরাটা দিতে চাই।'

হৃত্বিকের পরবর্তী কাজগুলো নিয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, 'আমি লকডাউন চলাকালীন সময়ে অনেকগুলো স্ক্রিপ্ট রাইটারের স্ক্রিপ্ট পড়েছি। সেগুলো নিয়ে ব্রেইন স্টর্মিং করেছি। তবে কতগুলোতে কাজ করবো তা এই মুহুর্তে বলতে পারছি না।আমি আসলে এখন সিনেমার বাজেটের চেয়ে কনটেন্টকে বেশি গুরুত্ব দিচ্ছি।'

প্রসঙ্গত, বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছে, টাইগার শ্রফ এবং বাণী কাপুরের সঙ্গে ২০১৯ সালের ব্লকবাস্টার 'ওয়ার' সিনেমায়।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।