পায়ের শিরা কেটেছে অভিতাভ বচ্চনের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৩ অক্টোবর ২০২২
ছবি : অমিতাভ বচ্চন

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন সম্প্রতি হাসপাতালে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন বাঁ পায়ের শিরা কেটে যাওয়ায় তাকে হাসপাতালে যেতে হয়েছিল। এখন রক্ত সঞ্চালন করার জন্যই পায়ের বিশেষ চিকিৎসা চলছে বলে হিন্দুস্তান টাইমসের সংবাদে এমন তথ্য জানা গেছে। তার হাসপাতালে যাওয়ার কথা নিজের অফিসিয়াল ব্লগেও প্রকাশ করেছেন অমিতাভ।

ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, জুতার সঙ্গে সংযুক্ত ধাতুর টুকরার ঘষাতে বাঁ পায়ের শিরা কেটে গিয়েছে ৷ শিরা কেটে গিয়ে অনবরত রক্তপাত হচ্ছিল ৷
তার স্টাফ ও চিকিৎসকের একটি দল ক্রমাগত তাকে পরিচর্যা করেছেন ৷ সঠিক সময়ে তার চিকিৎসাও করা হয়েছে ৷

কৌন বনেগা ক্রোড়পতির প্রধান মুখ বিগ বি, জানিয়েছেন চিকিৎসকেরা তাকে পরামর্শ দিয়েছেন না দাঁড়ানোর, ট্রেডমিলে ভর দিয়ে চলাফেরা করতেও নিষেধ করা হয়েছে ৷

চিকিৎসকরা সতর্ক করেছেন যাতে ঘায়ের উপরে কোনোভাবে চাপ না পড়ে ৷ শনিবার কৌন বনেগা ক্রোড়পতির সেটে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনের বাঁ পায়ে ব্যান্ডেজ বাঁধা ৷

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।