আবারও ‘ইমার্জেন্সি’ নিয়ে বিপাকে কঙ্গনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১৭ জানুয়ারি ২০২৫
কঙ্গনা রানাউত

বিভিন্ন অভিযোগে এর আগে কয়েকবার মুক্তির তারিখ পিছিয়েছে কঙ্গনা রানাউতের ‘ইমার্জেন্সি’ সিনেমাটির। আবারও এটি নিয়ে বিপাকে পড়েছেন বলিউডের আলোচিত-সমালোচিত এ নায়িকা। সিনেমাটিতে ইতিহাস বিকৃতির অভিযোগ এনেছে শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (এসজিপিসি)। পাঞ্জাবে সিনেমাটির ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছে সংগঠনটি। রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে সংগঠনের সভাপতি এ বিষয়ে চিঠিও দিয়েছেন।

‘এসজিপিসি’র দাবি, সিনেমাটি পাঞ্জাবে মুক্তি পেলে মানুষের মধ্যে ক্ষোভ ও হিংসা ছড়াবে। ছবি মুক্তি পেলে তারাও তীব্র বিরোধিতা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এবার ‘ইমার্জেন্সি’ নিয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে পাঞ্জাবের সিনেমা হল মালিকরা।

পাঞ্জাব সরকারের পক্ষ থেকে ‘ইমার্জেন্সি’র উপর কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি। ভারতজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে। কিন্তু পাঞ্জাবের প্রেক্ষাগৃহের মালিকেরা এ সিনেমার প্রদর্শন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। সিনেমাটির বিরুদ্ধে শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করার অভিযোগও উঠেছে। তাই সিনেমাটি মুক্তি পেলেই পরিবেশ-পরিস্থিতি অস্থির হওয়ার আশঙ্কা করছেন ‘এসজিপিসি’।

মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে লেখা চিঠিতে এসজিপিসির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘পাঞ্জাবে “ইমার্জেন্সি” নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে। যদিও দুঃখজনকভাবে আপনার (ভগবন্ত মান) সরকার কোনো পদক্ষেপ নেয়নি এ বিষয়ে। ১৭ জানুয়ারি এ সিনেমা মুক্তি পেলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হবে, যা খুবই স্বাভাবিক।’

আবারও ‘ইমার্জেন্সি’ নিয়ে বিপাকে কঙ্গনা

সেই চিঠিতেই ‘এসজিপিসি’র সভাপতি হরজিন্দর সিংহ ধামী আরও লেখেন, ‘শিখ সম্প্রদায়ের বিরোধিতা করার উদ্দেশ্য নিয়ে এই ছবি বিদ্বেষ ছড়াবে। তাই পাঞ্জাবে এ সিনেমার ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানাচ্ছি। মুক্তি পেলে আমরা তীব্র বিরোধিতা করতে বাধ্য হব।’

আরও পড়ুন:

‘ইমার্জেন্সি’সিনেমায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা নিজেই। এ ছাড়াও সিনেমাটিতে অনুপম খের, মিলিন্দ সোমন, শ্রেয়শ তলপাড়ে, মহিমা চৌধুরীকে দেখা প্রমুখ।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।