করোনার ভুয়া ওষুধ বিক্রি করে অভিনেতা গ্রেপ্তার
করোনাভাইরাস প্রতিরোধের ভুয়া ওষুধ বিক্রি করতে গিয়ে গ্রেফতার হয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা কেথ লরেন্স মিডলব্রুক। এফবিআই এজেন্টের হাতে গত ২৫ মার্চ গ্রেপ্তার হন তিনি। মানুষকে লোভ দেখিয়ে এই ভুয়া ওষুধ বিক্রি করছিলেন তিনি।
জানা যায়, কোয়ান্টাম প্রিভেনশন সিভি ইনক নামের একটি প্রতিষ্ঠানের ওষুধ এটি। ক্রেতা সেজে থাকা আন্ডারকাভার এজেন্টকে ওষুধের প্যাকেট দিতে এলেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
তদন্ত প্রতিবেদন থেকে জানা গেছে, লরেন্স মিডলব্রুক বিনিয়োগকারীদের বলতেন, ‘লস অ্যাঞ্জেলেসের করোনাভাইরাসের একজন রোগী আমার এই ইনজেকশন নেওয়ার ৫১ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে দিব্যি চলাফেরা করে বেড়াচ্ছেন।’
‘যদি কেউ এখন ১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে এই ওষুধ কিনে রাখে তাহলে পরবর্তীতে ২০০-৩০০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত পাবে।’ এমনটা বলেও বিনিয়োগকারীদের লোভ দেখাতেন এই অভিনেতা।
কেথ লরেন্স মিডলব্রুককে দেখা গেছে আয়রন ম্যান টু সিনেমায়। এছাড়া জনপ্রিয় টিভি সিরিজ ‘এনট্যুরেজ’ এও কাজ করেছেন এই অভিনেতা।
এমএবি/এমকেএইচ