কবীর সুমনের সঙ্গে কে এই সৌমী, জানালেন গায়ক

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

সবার মনে আজ বসন্ত ও ভালোবাসা দিবসের হওয়া লেগেছে। দুই বাংলার জনপ্রিয় গায়ক কবীর সুমনও এই দিনে তার মনের কথা জানান দিলেন।

কবীর সুমন তার ক্যারিয়ারে গানে গানে যেমন প্রেমের কথা বলেছেন তেমনটি ব্যক্তি জীবনেও প্রেমের কথা গোপন রাখেনি কখনো। স্পষ্টভাষী এই মানুষটি একাধিকবার প্রেমে পড়েছেন। এবার ৭৫ বছর বয়সে আবারও প্রেমে পড়লেন কবীর সুমন-এমনটাই শোনা যাচ্ছে।

আজকের ভালোবাসা দিবসে এক তরুণীর সঙ্গে ছবি তার ফেসবুকে প্রকাশ করেছেন কবীর সুমন। স্ট্যাটাসে লিখেছেন , ‘ভ্যালেন্টাইন-২০২৫’। এ প্রসঙ্গে কবীর সুমন গণমাধ্যমকে জানান, ‘যার সঙ্গে ছবি দিয়েছেন, তিনি তার ছাত্রী। তবে আজকাল তিনি দেখভাল করেন তার। নাম সৌমী বসুমল্লিক, জানালেন সুমন। পেশায় শিক্ষিকা। সুমন আরও বলেন, ‘সৌমী আমার প্রাণের বন্ধু, তিনি আমার স্বজন। আমি তো বৃদ্ধ হয়ে গেছি। আমার রাতে একা থাকা বারণ। যে দুতিনজন রাতে আমার সঙ্গে বাড়িতে থাকেন, সৌমী তাদের মধ্যে একজন। তিনি আমায় ওষুধ দেন। খাওয়াদাওয়ার দেখভাল করেন।’

যদিও সৌমীকে প্রেমিকা মানতে নারাজ কবীর সুমন। তবু সৌমীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাবে তার প্রায় প্রতিটি ছবির ক্যাপশনে রয়েছে সুমনের গান। যদিও তিনি তার প্রেমিকা কি না, তা এই মুহূর্তে সুমন বলতে চাইছেন না।

সৌমীর সঙ্গে যে ছবি সুমন দিয়েছেন, তা সেলফি। এ প্রসঙ্গে সুমনের ভাষ্য, ‘সৌমীর স্কুলে চাকরি। সকালে উঠে ও বেরিয়ে যাচ্ছে তখন বললাম যে, একটা ছবি তুলি। বারান্দায় গিয়ে তখনই তুললাম।’ ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে সময় কাটানোর ইচ্ছে রয়েছে, প্রেমিকা যদি আসেন তবেই একান্ত যাপন সম্ভব।

সুমনের কথায়, ‘ভালোবাসা দিবসে পরিকল্পনা বলতে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকি। আদর করি, চুমু খাই, নিজেকে নিয়ে হাসাহাসি করি। উল্টোপাল্টা কথা হবে, গুনগুন করে গান গাইব।’

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।