তরুন মুন্সীর নতুন গান, ভিডিওতে ইপ্সিতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ২৪ মার্চ ২০২৫

গীতিকার, সুরকার ও গায়ক তরুন মুন্সী তিন দশকেরও বেশি সময় ধরে নিজে গান গাওয়ার পাশাপাশি অন্যদের জন্য গান বানিয়ে যাচ্ছেন। তার কথা ও সুর অনেক জনপ্রিয় সঙ্গীতশিল্পীর কণ্ঠেই শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এই সময়ে এসেও গান নিয়ে ব্যস্ততার কমতি নেই তরুনের।

অন্যদের জন্য যেমন লিখছেন-সুর করছেন, তেমনি নিজেও গাইছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে আসছে তার নতুন গান। ভিডিও আকারে গানটি প্রকাশ হবে। এ গানের শিরোনাম ‘নিজেরে বুঝি না’ ।

গানটি কণ্ঠে তোলার পাশাপাশি এর কাব্যমালা সাজিয়ে তাতে সুর ও সংগীতায়োজনও করেছেন তরুন নিজেই।

গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। গানটিতে তরুন মুন্সীর সাথে মডেল হিসেবে দেখা যাবে ইপ্সিতা শবনমকে।

নতুন এই গান নিয়ে তরুন মুন্সী বলেন, ‘আমার গানের নিজস্ব একটা স্টাইল আছে। সেটা বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়েই নতুন গানটি তৈরি করছি। আশা করছি গানটিতে নতুনত্বে ছোঁয়া পাবেন শ্রোতারা।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ‘নিজেরে বুঝি না’ গানটির ভিডিও অবমুক্ত করা হবে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এর পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক সব মিউজিক প্ল্যার্টফর্মে।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।