কোরবানি ঈদে মুক্তি পাবে শুভ-মন্দিরার সিনেমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ পিএম, ২৩ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়েছিল সিনেমাটির। এবার এটি মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। বলছি আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ সিনেমার কথা। আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে এটি। এ ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন ‘কাজল রেখা’খ্যাত মন্দিরা চক্রবর্তী।

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।

সিনেমা সংশ্লিষ্ট একাধিক সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে কোরবানি ঈদে সিনেমাটি মুক্তি পাবে। তারা বলেন, ঈদুল আযহায় ছবিটি মুক্তি দিতে চেষ্টা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিশ্চিত করে পরিচালক নির্মাতা মিঠু খান বলেন, ‘আমরা খুব শিগগিরই বসব ছবির মুক্তির বিষয়ে আলোচনা করতে। দেখা যাক কি সিদ্ধান্ত আসে।’

‘নীলচক্র’ ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।

এমআই/এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।