নতুন চমক : নিশোর নায়িকা এবার নাবিলা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৫

অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ দিয়ে চলচ্চিত্রে নাম লিখিয়েছিলেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। চঞ্চল চৌধুরীর বিপরীতে সেই ছবি ছিল সুপারহিট। এরপর রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি হয়ে ফিরেছিলেন তিনি। ব্লকবাস্টার সেই সিনেমার পর বেশ লম্বা সময় বিরতিতে আছেন নাবিলা।

বিরতি কাটিয়ে আবারও তিনি অভিনয়ে ফিরছেন। এবার তাকে দেখা যাবে জনপ্রিয় আরেক অভিনেতা আফরান নিশোর বিপরীতে। তবে এটি কোনো সিনেমা নয়, ভিকি জাহেদ পরিচালিত ‘আকা’ সিরিজে কাজ করবেন নাবিলা।

সিরিজটির শুটিং প্রায় শেষের দিকে। শুরুর দিকে জানা গিয়েছিল এতে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধবেন তানজিম সাইয়ারা তটিনী। তবে সেটি হচ্ছে না। ‘আকা’-য় নিশোর নায়িকা হিসেবে দেখা যাবে নাবিলাকে। নিশ্চিত হওয়া গেছে, ইতিমধ্যে শুটিংও করে ফেলেছেন তিনি। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কিছু লোকেশনে বেশিরভাগ অংশের শুটিং হয়েছে সিরিজটির।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের একটি সূত্র জানিয়েছে, সিরিজটির নাম পরিবর্তন হতে পারে। ‘আকা’ থেকে এটি ‘আজাদ’ও হতে পারে।

চলতি বছরেই এটি ভারতের ওটিটি প্লাটফর্ম হইচইতে এটি মুক্তি পাবে।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।