আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন : শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১১ পিএম, ৩০ এপ্রিল ২০২৫
শবনম ফারিয়া

সোশ্যাল মিডিয়ায় তারকারা প্রায়ই নানা রকম বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ভুয়া অ্যাকাউন্ট ও পেজ নিয়ে পড়তে হয় অনেক বিড়ম্বনায়। মাঝে মধ্যেই ভুয়া ফ্যান পেজ থেকে তারকাদের নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়, আসে প্রতারণার অভিযোগও।

এবার এমনই এক পরিস্থিতির শিকার হয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে এ অভিনেত্রী ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নিশ্চিত করেছেন বিষয়টি।

শবনম ফারিয়া লিখেছেন, ‘এবার এক গণ্ডার বড় ভাই এই আপার (পোস্টে উল্লেখ করা একটি ছবি) ছবিতে আমার মুখ এডিট করে বসিয়ে পোস্ট দিয়েছেন। আমি বুঝলাম না, এই ভাইয়াদের আমাকে এত খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেন? এত কষ্ট করে এডিট করে!’

অভিনেত্রী আরও লেখেন, ‘আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দিই। ওইগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায়, এমন কয়েকটা ছবি তুলেই ফেলি। প্রমিজ করলাম, নেক্সট বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেওয়ার আপ্রাণ চেষ্টা করব।’

ফারিয়ার পোস্টটিতে নেটিজেনরা নানারকম মন্তব্য করছেন। আর ফারিয়াও সেসবের উত্তর দিয়ে যাচ্ছেন মজার ছলে।

এমআই/এলআইএ/জেআইএম/আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।