শিগগির বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী, জানালেন বিশেষ উপলব্ধির কথা

টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী সুমিত অরোরার সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাদের বাগদানও সম্পন্ন হয়েছে। শুধু তাই নয়, বিয়ের প্রস্তুতি চলছে বলেও জানা যাচ্ছে। এরই মধ্যে ঘনিষ্ঠমহলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন প্রেমিককে। এবার জীবনের বিশেষ উপলব্ধির কথা জানালেন এ অভিনেত্রী। তিনি বলছেন, ‘আর কাউকে ইমপ্রেস করতে চাই না।’
ঋতাভরী আসলে মাসাবা গুপ্তার শাড়িতে সেজেছেন। সে ছবির ক্যাপশনেই নিজের বর্তমান জীবনদর্শন উজাড় করে দিলেন। তিনি লিখেছেন, ‘আমি বর্তমানে জীবনের সেই জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে আর কাউকে ইমপ্রেস করতে চাই না। বরং ভিতর থেকে শান্তি অনুভব করা আমার কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, আমার কাছে এটাই বেশি প্রাধান্য পায়। আমি এখন পাত্তা দিই না যে ফ্যাশন ট্রেন্ড কী, কী চলছে আর কী চলছে না?’
নিজের সাজের পেছনের কাহিনিও তুলে ধরলেন ঋতাভরী। তিনি লিখেছেন, ‘দিদিমার অনুপ্রেরণাতেই এমন চুলের স্টাইল, মুক্তার মালা বেছে নেওয়া।’
- আরও পড়ুন
- ঐশ্বরিয়া-আলিয়া এবার কান উৎসবে যাচ্ছেন কি
- শুরু হলো কান চলচ্চিত্র উৎসব, বাংলাদেশের নজরে ‘আলী’
২০১৭ সালে ‘নেকেড’ শর্টফিল্মের কাজে ব্যস্ত ঋতাভরী। অন্যদিকে সুমিত ‘হোয়াইট শার্ট’ নিয়ে ব্যস্ত। দুটি শর্টফিল্মই ‘টপ ফাইভ শর্টফিল্মস টু ওয়াচ আউট’র তালিকায় উঠে আসে। এ সূত্রে সুমিত অরোরার সঙ্গে পরিচয় ঋতাভরীর। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় বলিউডের চিত্রনাট্যকার সুমিতের ফ্রেন্ড রিকোয়েস্ট পান ঋতাভরী। বন্ধুত্বের প্রস্তাবে সাড়াও দেন অভিনেত্রী।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হত দুজনের। এরপর ‘পরী’ সিনেমার দৃশ্যধারণের সময় মুম্বাইয়ে সুমিতের সঙ্গে দেখাও হয় ঋতাভরীর। তারপর কখনো কলকাতার অলিগলি, আবার কখনো শান্তিনিকেতনে দেখা হয়েছে তাদের। ক্রমেই কাছের বন্ধু থেকে সুমিত প্রেমিক হয়ে যান। এরপর তারা বাগদানও সম্পন্ন করেছেন।
এমএমএফ/জিকেএস