জোভান-নীহার প্রেমকাহিনিতে ঈদে আসছে ‘আশিকি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ২৬ মে ২০২৫

ঈদের উৎসবে দর্শকের জন্য ভালোবাসা, স্বপ্ন আর সংগ্রামের গল্প নিয়ে আসছে সিএমভি’র বিশেষ নাটক ‘আশিকি’। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নীহা। পরিচালনায় রয়েছেন ইমরোজ শাওন।

গল্পে দেখা যাবে আশিক নামের এক মধ্যবিত্ত ঘরের ছেলের চরিত্রে জোভানকে। তিনি শহরে আসেন বাবার স্বপ্ন পূরণের আশায়। ভর্তি হন একটি কলেজে। মনের গহিনে লালন করেন বড় গায়ক হওয়ার স্বপ্ন। অন্যদিকে সেই কলেজেই পড়ে প্রভাবশালী ও ধনী পরিবারের মেয়ে জেস। তার পরিচয়, প্রতাপ আর দম্ভের কথা কলেজজুড়ে আলোচিত।

তবে ‘আশিকি’ কেবল এক প্রেমের গল্প নয়। এখানে নেই সেই চেনা ছকে প্রেম, পালিয়ে বিয়ে কিংবা নিছক রোমান্স। বরং নাটকটি এগিয়েছে জটিল সব বাঁকে। সেখানে রয়েছে শিল্পীর স্বপ্ন পূরণের লড়াই, সম্পর্কের টানাপোড়েন, সমাজ ব্যবস্থার সংঘাত, আর এক অনন্য আবেগের ছোঁয়া।

পারভেজ ইমামের লেখা চিত্রনাট্যে নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন খায়ের খন্দকার। প্রযোজনা ও পরিবেশনায় রয়েছেন এসকে সাহেদ আলী পাপ্পু।

নির্মাতা ইমরোজ শাওন বলেন, ‘‘আশিকি’ একটি ভিন্নরকম প্রেমের গল্প। একদিকে যেমন রয়েছে একজন শিল্পীর জীবনসংগ্রাম, অন্যদিকে আছে এক ধনী পরিবারের মেয়ের সঙ্গে তার সম্পর্কের জটিল আবেগ। পুরো গল্পে দর্শক বারবার আবেগে ভেসে যাবেন।’

সিএমভি'র ব্যানারে নির্মিত এই নাটকটি ঈদের দিন থেকে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। ঈদ উপলক্ষে সিএমভি এবার এক ডজনেরও বেশি নাটক ও টেলিছবি দর্শকদের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে।

‘আশিকি’ যাচ্ছে এই ঈদে সিএমভির বিশেষ চমক।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।