অভিনেতা সমু চৌধুরীর ভাইরাল ছবি সম্পর্কে যা জানা গেলো

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১২ জুন ২০২৫
গামছা পরা অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করা হয়েছে।

চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরীর কয়েকটি ছবি আজ (১২ জুন) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিতে দেখা যায় তিনি খালি গায়ে, ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা পরা অবস্থায় শুয়ে আছেন।

এ ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা জানতে চান, এ অভিনেতার কী হয়েছে? ছবিটি কোনো নাটকের দৃশ্য, নাকি আসলেই সমু চৌধুরী এভাবে অসুস্থ হয়ে শুয়ে আছেন?

এ প্রসঙ্গে নিশ্চিত হতে অভিনয়শিল্পীদের সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে বলেন, ‘ঘটনাটি সত্য। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি অভিনেতা সমু চৌধুরী দাদার। তিনি কিছুটা অসুস্থ। আমরা ময়মনসিংহের পাগলা থানার সহায়তা চেয়েছি। থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব। আমরা ঘটনার বিস্তারিত এখনো জানি না। তাকে ঢাকায় নিয়ে এলে বাকি ঘটনা সম্পর্কে বলতে পারব।’

সমু চৌধুরীকে উদ্ধার প্রসঙ্গে পাগলা থানার ওসি ফেরদৌস আলম গণমাধ্যমকে বলেন, ‘অভিনেতা সমু চৌধুরীকে আনতে আমাদের টিম সেখানে পৌঁছেছে। তিনি কিছুটা অসুস্থ। থানায় আনার পর বাকিটা বলতে পারব।’

সমু চোধুরী নাটক ছাড়াও সিনেমায় কাজ করেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘আদরের সন্তান’, ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘সুন্দরী বধূ’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’ ও ‘যাবি কই’।

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।