ব্যাংককের হাসপাতালে মা হলেন স্বাগতা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১১:১২ পিএম, ২১ জুন ২০২৫
ব্যাংককের একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। ছবি: সংগৃহীত

মা হয়েছেন অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। থাইল্যান্ডের ব্যাংককের একটি হাসপাতালে কন্যা সন্তান প্রসব করেন এই শিল্পী। শনিবার (২১ জুন) রাতে ফেসবুকে সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। নবজাতক সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে স্বাগতা লিখেছেন, ‘এই পৃথিবীতে স্বাগতম মারিয়াম সর্বজয়া শানু আজাদ।’

বিয়ের এক বছরের মাথায় ফেসবুকে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন স্বাগতা। স্বাভাবিক প্রসবের প্রত্যাশা ছিল তার। কিন্তু চিকিৎসকেরা তাকে সিজার করার পরামর্শ দিয়েছিলেন। তবে সিজারের বদলে স্বাভাবিক প্রসবের নিশ্চয়তায় থাইল্যান্ডে চলে যান অভিনেত্রী। সেখান থেকে স্বাগতা জাগো নিউজকে জানান, প্রসবের দুই মাস আগেই তিনি ব্যাংকক পৌঁছে গেছেন।

বিজ্ঞাপন

গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা। তাদের সংসারে প্রথম সন্তান আগমনের খবরে দুই পরিবারের সবাই আনন্দিত বলেও জানান স্বাগতা।

হাসান আজাদ সংগীতাঙ্গনের সঙ্গে জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এমআই/বিএ/আরএমডি/এমএমএফ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।