শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে ‘অন্যদিন…’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ এএম, ০৫ জুলাই ২০২৫

দুবছর সেন্সর বোর্ডে আটকে থাকার পর অবশেষে শুক্রবার মুক্তি পাচ্ছে ‘অন্যদিন…’ সিনেমাটি। দেশের দর্শক ১১ জুলাই থেকে প্রেক্ষাগৃহে দেখতে পারবেন কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত সিনেমাটি। ২০১৭ সালে কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশন সিনফন্দেশিওনে জায়গা করে নিয়েছিল ছবিটি।

‘অন্যদিন…’ সিনেমার জন্য ২০১৬ সালে লোকার্নোর পিয়াতজা গ্রান্দায় বাংলাদেশের কোনো নির্মাতা হিসাবে প্রথম ‘ফিচারড ডিরেক্টর’-এর সম্মাননা পেয়েছিলেন কামার আহমাদ সাইমন, সেইসঙ্গে ফ্রান্স থেকে পেয়েছেন আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজও। এছাড়া ২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে ‘অন্যদিন...’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১১ জুলাই থেকে সাতদিন প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘অন্যদিন…’। এর আগে গত ২৪ জুন সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি স্টার সিনেপ্লেক্সে ছবিটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

কামার আহমাদ সাইমন বলেন, এভাবে দুনিয়ার নানান দেশের মর্যাদাপূর্ণ বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হলেও নিজ দেশেই দেখানো যায়নি ‘অন্যদিন…’। কারণ, ছবিটার রাজনৈতিক বক্তব্য বিগত সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, রাজনীতি নিয়ে প্রশ্ন তোলায়পছন্দ হয়নি সেন্সর বোর্ডের। তাই এতদিন আটকে ছিল ‘অন্যদিন…’।

‘অন্যদিন…’ কামার আহমাদ সাইমন নির্মিতব্য জলত্রয়ীর দ্বিতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘শুনতে কি পাও!’ ছবিটির জন্য প্যারিসের জর্জ পম্পিদ্যু সেন্টারে সিনেমা দ্যু রিলে শ্রেষ্ঠ ছবির জন্য গ্রাপ্রি এবং মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বর্ণশঙ্খসহ জয় করেন বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা। এছাড়া ছবিটি পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এমআই/আরএমডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।