বিটিভির চট্টগ্রাম কেন্দ্রে ‘দ্রোহ’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ২৯ জুলাই ২০২৫

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের জন্য নির্মিত হয়েছে নতুন একক নাটক ‘দ্রোহ’। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর, নির্দেশনায় রয়েছেন ইলন সফির। আর এতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত।

চট্টগ্রামের বিটিভি ভবনে গত ২৫ ও ২৬ জুলাই নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি প্রচার হবে। এ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, “দ্রোহ’ নাটকের গল্প জীবনের খুব কাছাকাছি। এমন গল্পে কাজ করতে সবসময়ই ভালো লাগে। চট্টগ্রামে শুটিংয়ের আলাদা একটা আনন্দ আছে। কাজের ফাঁকে সহশিল্পীদের সঙ্গে আড্ডা, গল্প মিলে ছোট একটা মিলনমেলার মতো হয়ে যায়। দর্শকদেরও নাটকটি ভালো লাগবে বলে আশা করছি।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন আরজুমান্দ আরা বকুল, হাফিজুর রহমান সুরুজ, রমিজ রাজু, সৈয়দা নওশীন ইসলাম দিশা ও মারিয়া ফারিহ উপমা।

নাটকটিতে আরজুমান্দ আরা বকুল ও তার মেয়ে উপমা একসঙ্গে অভিনয় করেছেন। আরজুমান্দ আরা বকুল বলেন, ‘হায়াত ভাই আমাদের নাট্যাঙ্গনের এক জীবন্ত কিংবদন্তি। এখন আর আগের মতো নিয়মিত কাজ হয় না তার সঙ্গে। তাই এই নাটকে তার সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত। এত বয়সেও তার কাজের প্রতি একাগ্রতা ও দায়িত্ববোধ আমাদের মুগ্ধ করেছে। নাটকের পুরো ইউনিট মিলে চট্টগ্রামে খুব দারুণ একটা সময় কেটেছে। আমরা চেষ্টা করেছি গল্পটা সজীবভাবে তুলে ধরতে। আর নিজের মেয়ের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা তো সবসময়ই দারুণ।’

তিনি আরও জানান, সংস্কৃতিপ্রেম থেকেই মেয়েকে নাটকে নিয়ে এসেছেন। ‘খুব শখ করে উপমাকে এই মাধ্যমে যুক্ত করেছি। ওর মধ্যে আগ্রহ রয়েছে, সেটা কাজে লাগাতে চাই’- যোগ করেন বকুল।

এদিকে, আবুল হায়াত এরই মধ্যে বিটিভিতে প্রচারের জন্য তৌকীর আহমেদের নির্দেশনায় একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শুরু করেছেন। এছাড়াও আগামী মাসের শুরুতে তিনি একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবেও ক্যামেরার সামনে দাঁড়াবেন। এ ছাড়াও রয়েছে নিজের পরিচালনায় একটি নতুন নাটক নির্মাণের পরিকল্পনা।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।