বৈষম্যের শিকার বৈষম্যবিরোধী আন্দোলন করা গানের সেই শিল্পী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৮ জুলাই ২০২৫

গত বছর জুলাই আন্দোলনে ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসেন র‍্যাপ সংগীতশিল্পী সেজান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনকে বেগবান করতে তার গানটি সামাজিক মাধ্যমে ব্যাপক ভূমিকা রাখে। তিনি নিজেও জুলাই অভ্যুত্থানের একজন অংশীদার হিসেবে গর্ববোধ করেন। তবে এবার সামাজিক মাধ্যমে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বৈষম্য নিয়ে ক্ষোভ জানালেন সেজান। তিনি ঘোষণা দিয়েছেন, জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শোয়ের ব্যাপারে তার সঙ্গে আর যোগাযোগ না করতে!

কেন তার এই ঘোষণা? সেটিও তিনি নিজের পোস্টে স্পষ্ট করেছেন। তার ভাষ্য, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ঘিরে দেশে নানা ধরনের কনসার্ট, শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হলেও সেসবের অনেকগুলোতেই হিপহপ শিল্পীদের প্রতি চরম অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। সেই অভিযোগ থেকেই নিজেকে জুলাই সংশ্লিষ্ট কোনো শোয়ের সঙ্গে জড়িত করতে চান না সেজান।

সামাজিক মাধ্যমে দেওয়া এক খোলা বার্তায় তিনি বলেন, ‘জুলাই আন্দোলন সম্পর্কিত যে কোনো শোয়ের ব্যাপারে আমার সাথে কোনো যোগাযোগ করবেন না। জুলাই আন্দোলনে ছাত্রজনতার পাশে সবচেয়ে আগে দাঁড়ায় হিপহপ কমিউনিটির র‍্যাপাররা। আমাদের গ্রাফিতি আর্টিস্টরাও সেইখানে মুখ্য ভুমিকা রাখে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জুলাই সম্পর্কিত যেসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেখানে র‍্যাপ বা হিপ হপ আর্টিস্টদের প্রাধান্য নাই বললেই চলে। আমরা কিছু জায়গায় পারফর্ম করেছি। অধিকাংশ জায়গায় মনে হয়েছে আমরা জোর করে এসেছি। বাকিদের কথা সবাই প্রায় ভুলেই গেছে৷ অথচ আমি মনে করি হিপ হপ আর্টিস্টদের একটা বড় লাইন আপ রাখা যায় প্রত্যেক শোতেই।’

র‍্যাপার সেজানের দাবি, ‘হিপহপ এখন বাংলাদেশের মূলধারার সংস্কৃতির অংশ। অথচ আমাদের যথাযথ সম্মান বা সম্মানী দেওয়া হয় না। অন্য শিল্পীরা যেখানে সম্মান পায়, আমরা সেখানে ন্যূনতম মূল্যায়নটুকু পাই না।’

তিনি আরও বলেন, যতক্ষণ না আয়োজকরা প্রপার লাইনআপ নিশ্চিত করছেন এবং পারফর্মারদের উপযুক্ত প্রটোকল ও সম্মান দিচ্ছেন, ততক্ষণ তিনি নতুন কোনো শোতে অংশ নেবেন না।

তার পোস্টের শেষে একটি জোরালো বার্তা দিয়ে তিনি লেখেন, ‘ক্ষ্যাপা গানের আর্টিস্ট আমরা, ক্ষ্যাপ আর্টিস্ট না; Respect ছাড়া যারেই পাবি, Rap আর্টিস্ট না।’

অনেকেই মনে করছেন, এই বক্তব্য শুধু একজন র‍্যাপারের ক্ষোভ নয় এটি একটি পুরো শিল্পমাধ্যমে বৈষম্য ও বঞ্চনার প্রতিচ্ছবি। এখন দেখার বিষয়, আয়োজকেরা এই বার্তা কতটা আমলে নেন।

এলআইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।