আমি খুবই অসুস্থ, কথা বলার অবস্থায় নাই: মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ০৩ আগস্ট ২০২৫
ছবি- মিষ্টি জান্নাতের ফেসবুক থেকে

আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাতের বাবা মারা গেছেন গত ৩০ জুলাই। বাবার মৃত্যুর খবর অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছিলেন। বাবা হারানোর পর অভিনেত্রী একেবারেই ভেঙে পড়েছেন। জানান, আমি খুবই অসুস্থ, কথা বলার মতো অবস্থায় নাই।

সামাজিক মাধ্যম ফেসবুকে অভিনেত্রী মিষ্টি জান্নাত এক পোস্টে লিখেছেন, ‘আমি খুবই অসুস্থ। ট্রমা কাটাতে পারছি না। সবাই আমার খোঁজখবর নিচ্ছেন, আমি কৃতজ্ঞ । কিন্তু আমি কথা বলার মতো অবস্থায় নাই। ক্ষমার চোখে দেখবেন, সুস্থ হয়ে যোগাযোগ করবো।’

আমি খুবই অসুস্থ, কথা বলার অবস্থায় নাই: মিষ্টি জান্নাত

এর আগের পোস্টে মিষ্টি লিখেছেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’

আমি খুবই অসুস্থ, কথা বলার অবস্থায় নাই: মিষ্টি জান্নাত

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনো খবরে না থাকলেও নানান বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত।

এমআই/এমএফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।