বন্ধু দিবসে নিউইয়র্কে শাকিব-বুবলীর রোমান্স

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৩ আগস্ট ২০২৫

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পরই সেখানে গেছেন চিত্রনায়িকা বুবলী। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর। মূলত ছেলেকে সময় দেওয়ার জন্যই শাকিবের আহ্বানে বুবলী নিউইয়র্ক গেছেন বলে জানা গেছে।

বন্ধু দিবসে চিত্রনায়িকা বুবলী (৩ আগস্ট) নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। তবে শাকিব-বুবলীর একান্ত ছবিও কম নয়। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন। সঙ্গে লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’।

বন্ধু দিবসে নিউইয়র্কে শাকিব-বুবলীর রোমান্স

এদিন দুপুরেই পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েছিলেন শাকিব-বুবলী। যেখানে দেখা যাচ্ছিল, নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে ছেলে বীরকে নিয়ে গাড়ি থেকে নামছিলেন শাকিব-বুবলী। দুই ছেলের সুবাদে বাবা শাকিব খানের এমন দৃশ্য মাঝে মাঝেই দেখা যায় অপু ও বুবলীর ফেসবুকের মাধ্যমে। তবে বন্ধু দিবসের সন্ধ্যায় বুবলী যে ছবিগুলো প্রকাশ করেছেন, তাতে যে কারও চোখ ছানাবড়া হবে।

কারণ, ছবিগুলোতে শাকিব-বুবলী বেশ ঘনিষ্ঠ। যেমনটা বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলী কারও সঙ্গে দেখা যায়নি। ফলে গত ক’বছর শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলী যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে অনেকটাই এগিয়ে গেলেন বুবলী।

বন্ধু দিবসে নিউইয়র্কে শাকিব-বুবলীর রোমান্স

ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা বিভিন্ন কমেন্ট করতে থাকেন।

বন্ধু দিবসে নিউইয়র্কে শাকিব-বুবলীর রোমান্স

দুই বছর আগে অপু ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেসময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা।

বন্ধু দিবসে নিউইয়র্কে শাকিব-বুবলীর রোমান্স

দুই বছর পর যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট ছেলেকে ঘিরে। তবে সেটি আরও ঘনিষ্ঠ আবহে। বলা ভালো, চলতি মাসের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের।

এমআই/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।