শাকিবের সঙ্গে অপুর মিল, বিতর্কে মুখ খুললেন পরিচালক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬
শাকিবের সঙ্গে অপুর মিল

গত বছরের শেষের দিকে জোড়া ছবির খবর দিয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই নেটিজেনদের চমকে দিতে তিনি তার সিনেমা ‘দুর্বার’-এর প্রথম পোস্টার প্রকাশ করেন। তবে পোস্টার প্রকাশের পরই নেটাগরিকরা তাতে টলিউডের ‘পরিণীতা’ সিনেমার পোস্টারের নকলের অভিযোগ তুলেন। কিছুক্ষণ পরেই পোস্টারটি অপু মুছে দেন।

এরপরও সমালোচনা থামেনি। নেটিজেনরা ‘দুর্বার’-এর পরপর প্রকাশিত কিছু পোস্টারের সঙ্গে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার মিল খুঁজে পান। একের পর এক নকলের অভিযোগের মধ্যে ‘দুর্বার’-এর পোস্টার নিয়ে চাপ অনুভব করলেও নীরব ছিলেন অপু বিশ্বাস। অবশেষে মুখ খুলেছেন সিনেমার পরিচালক কামরুল হাসান ফুয়াদ।

ফুয়াদ গণমাধ্যমে বলেন, ‘শাহরুখ খান সেলফি তোলে, আমরাও সেলফি তুলি। তাহলে কি আমরা শাহরুখকে নকল করেছি? আমার সিনেমার পোস্টারে কোনো কিছুই নকল নয়। গল্পের প্রয়োজনে সব করেছি।’

তিনি আরও জানান, ‘শাকিব খানের ‘বরবাদ’-এর সঙ্গে মিলের অভিযোগ হচ্ছে। আসলে ওই সিনেমার সঙ্গে আমাদের ছবির যোগসূত্র আছে। ট্রেলার প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হবে।’

সিনেমার আপডেট জানিয়ে পরিচালক বলেন, ‘সিনেমার অধিকাংশ কাজ শেষ। সম্পাদনার কাজ চলছে। সামনের মাসে দেশের বাইরে কিছু দৃশ্যধারণের পরিকল্পনা আছে। সেগুলো শেষ হলেই সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক হলে গিয়ে বুঝতে পারবেন গল্প আসল নাকি নকল।’

অপুর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা দুটি হলো ‘ট্র্যাপ’ এবং ‘ছায়াবৃক্ষ’। ‘ট্র্যাপ’-এ তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী, আর ‘ছায়াবৃক্ষ’-এ ছিলেন নিরব হোসাইন।

 

এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।