ডিরেক্টর’স গিল্ডের আয়োজনে মুস্তফা মনোয়ারের জন্মদিন


প্রকাশিত: ০৮:০৬ এএম, ২৯ আগস্ট ২০১৬

কিংবদন্তি চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের ৮১তম জন্মদিন আগামী ১ সেপ্টেম্বর। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টর’স গিল্ড’। মুস্তাফা মনোয়ার এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন (২০০২)।

ডিরেক্টরস গিল্ডের কার্য্য নির্বাহী সদস্য ফিরোজ খান জানান, ‘আগামী ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মুস্তাফা মনোয়ারের ৮১তম জন্মদিন উদযাপন করা হবে।’

তিনিন বলেন, ‘দীর্ঘ সময় ধরে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে মুস্তাফা মনোয়ার বিভিন্নভাবে আলোকিত করে রেখেছেন। ২০০২ সালে তারই নেতৃত্বে ডিরেক্টরস গিল্ডের কর্মাযাত্রা শুরু হয়। এই গুণী মানুষটির মঙ্গল কামনা ও দীর্ঘজীবন লাভের উদ্দেশ্যে এবং সৃষ্টিশীল কর্মজীবনের আলোকে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে।’

মুস্তাফা মনোয়ারের জন্মদিনে গান, আবৃত্তি, নাচসহ নানা আয়োজন থাকবে। ডিরেক্টর’স গিল্ডের আয়োজনে এই আনন্দ যজ্ঞে সকলকে আমন্ত্রণ জানিয়েছে নব নির্বাচিত এই কমিটি।

এনই/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।