বয়ফ্রেন্ডের সঙ্গে খোলামেলা মাইলি
নতুন করে আর্নল্ড শোয়ার্জনেগারে মন মজেছে মাইলি সাইরাসের। অর্ধনগ্ন হয়ে নিজের অনাবৃত শরীরে বয়ফ্রেন্ডের সঙ্গে নির্জন সমুদ্রসৈকতে স্নানের আনন্দ নিলেন পপস্টার মাইলি।
হলিপাড়ায় এখন এটাই সবথেকে মুখরোচক খবর। বিগত তিন মাস ধরে ডেটিং করছেন এই তারকা জুটি। লাস ভেগাসের নিউ ইয়ার পার্টিতে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে তাদের।
তারপর মিডিয়া থেকে দূরে একান্তে কিছু সময় কাটতে এই তারকা জুটি যান হাওয়াই। আর হাওয়াইয়ের সমুদ্রতটে টপলেস হয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে স্নান করলেন মাইলি।
এ সময় মাইলির শরীরে ছিল কালো রঙের একটি বিকিনি প্যান্টি। স্নান করতে করতে একে অন্যকে মাঝে মাঝে জড়িয়ে ধরছিলেন। ঠিক যেন আদম-ইভ। এর আগেও বহুবার শরীর দেখিয়ে আলোচনার শীর্ষে উঠেছিল মাইলি সাইরাসের নাম।
বিএ/এমএস